উত্তরপ্রদেশে গেরুয়া সুনামির ঢেউ পৌঁছল উত্তরাখণ্ড ও মণিপুরেও

Last Updated:

উত্তরপ্রদেশে গেরুয়া সুনামির ঢেউ পৌঁছল উত্তরাখণ্ড ও মণিপুরেও। কংগ্রেসকে উড়িয়ে দিয়ে উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ঝুলিতে।

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশে গেরুয়া সুনামির ঢেউ পৌঁছল উত্তরাখণ্ড ও মণিপুরেও। কংগ্রেসকে উড়িয়ে দিয়ে উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির ঝুলিতে। একইসঙ্গে, শূন্য থেকে শুরু করে মণিপুরে একুশটি আসন দখল করে নিয়েছে বিজেপি। গোয়ায় কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। যদিও, বিজেপি নেতাদের দাবি, চার রাজ্যেই সরকার গড়বে বিজেপি।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে অমিত শাহের নেতৃত্বে উত্তরপ্রদেশে বিপুল জয় বিজেপির। তারই পুনরাবৃত্তি ঘটল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। আর তার রেশ ছড়াল উত্তরাখণ্ড থেকে মণিপুরে। পদ্মকাঁটায় ফের একবার ক্ষতবিক্ষত হাত।
২০১২ সালে বিজেপির হাত থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে নেয় কংগ্রেস। তারপর, থেকে ওই রাজ্য দখলের চেষ্টা কম করেনি বিজেপি। জারি হয় রাষ্ট্রপতি শাসন। মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে হরিশ রাওয়াত ক্ষমতা ফিরে পেলেও, হার মানলেন বিধানসভা ভোটে।কংগ্রেসের হাত থেকে উত্তরাখণ্ড কেড়ে নিয়ে ম্যাচে ফিরল বিজেপি। কিচ্ছা ও হরিদ্বার গ্রামীণ, দুটি কেন্দ্র থেকে হার মানলেন বিদায়ী মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
advertisement
advertisement
উত্তরাখণ্ডে গেরুয়া ঝড়
মোট আসন - ৭০
বিজেপি- ৫৬
কংগ্রেস- ১১
একই ছবি মণিপুরেও। ২০১২ সালে ৪২টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা পায় কংগ্রেস। সেবার বিজেপির ঝুলি ছিল শূন্য। উত্তর-পূর্বের ওই রাজ্যের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে। ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট ও লোক জনশক্তি পার্টির মতো স্থানীয় দলগুলিকে এড়িয়ে মণিপুরে একলা চলো নীতিই নেয় বিজেপি। এবার সেখানে কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির।
advertisement
মণিপুরে সাফল্য বিজেপির
মোট আসন- ৬০
কংগ্রেস- ২৪
বিজেপি- ২১
অন্যান্য- ১১
গত বিধানসভা নির্বাচনে গোয়া দখল করে বিজেপি। পদ্মশিবিরের দখলে ছিল ২১টি আসন। এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় ভর করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস।
গোয়ায় হাড্ডাহাড্ডি
মোট আসন- ৪০
advertisement
কংগ্রেস- ১৭
বিজেপি- ১৪
এমজিপি- ৩
অন্যান্য- ৪
সেমিফাইনালের লড়াইয়ে ঝড় তুলে দিয়েছে বিজেপি। এখন পাখির চোখ ২০১৯- সালের লোকসভা নির্বাচন।
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে গেরুয়া সুনামির ঢেউ পৌঁছল উত্তরাখণ্ড ও মণিপুরেও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement