corona virus btn
corona virus btn
Loading

করোনা আতঙ্কে আইসোলেশনে গেলেন বিজেপি সাংসাদ সুরেশ প্রভু

করোনা আতঙ্কে আইসোলেশনে গেলেন বিজেপি সাংসাদ সুরেশ প্রভু

সম্প্রতি সৌদি আরবে জি ২০ শেরপা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে ফিরেই এই ব্যবস্থায় সুরেশ প্রভু৷

  • Share this:

#নয়াদিল্লি: মন্ত্রী মুরলিধরনের পর সুরেশ প্রভু৷ করোনা আতঙ্কে আরও এক সাংসদ আসোলেশনের পথ বেছে নিলেন৷ স্বেচ্ছা-আইসোলেশনে গেলেন বিজেপি সাংসদ সুরেশ প্রভু৷ নিজের বাড়িতে ১৪ দিনের আইসোলেশনে থাকবেন বিজেবি সাংসদ৷

সম্প্রতি সৌদি আরবে জি ২০ শেরপা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে ফিরেই এই ব্যবস্থায় সুরেশ প্রভু৷ তার নমুনাও পরীক্ষা করা হয়৷ তবে তা নেগেটিভ এসেছে৷ কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি এই নিয়ম মেনে নেন৷

First published: March 18, 2020, 10:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर