By Election 2022 Results: চার রাজ্যের উপনির্বাচনে খাতাই খুলল না বিজেপি-র, তৃণমূলের মতোই জোড়া জয় কংগ্রেসের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে হতাশাজনক ফল হলেও উপনির্বাচনে কিছুটা হলেও উজ্জীবিত হল কংগ্রেস৷
#কলকাতা: শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্য তিন রাজ্যেও উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি৷ বিহার, মহারাষ্ট্র এবং ছত্তিসগড়েও তিনটি বিধানসভা কেন্দ্রে হওয়া উপনির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি৷
আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হতে হয়েছে বিজেপি-কে৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের বোচরণ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়েছিল৷ সেই আসনটিতে ৩৬ হাজার ভোটে জয়ী হয়েছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি৷
advertisement
advertisement
অন্যদিকে সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে হতাশাজনক ফল হলেও উপনির্বাচনে কিছুটা হলেও উজ্জীবিত হল কংগ্রেস৷ ছত্তীসগড়ের খারিয়াগড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী যশোদা নিলাম্বর৷ এই কেন্দ্রটিতে প্রায় ২০ হাজার ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী৷
advertisement
মহারাষ্ট্রের কোলাপুর উত্তর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও কংগ্রেসের জয় একরকম নিশ্চিত৷ এই কেন্দ্র থেকে ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সত্যজিৎ কদম৷
তবে যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে একমাত্র আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপি-র দখলে ছিল৷ সেটি হাতছাড়া হল পদ্ম শিবিরের৷ কিন্তু চারটি বিধানসভা উপনির্বাচনের কোনওটিতেই জয় ছিনিয়ে নিতে ব্যর্থ গেরুয়া শিবির৷
advertisement
বিরোধীরা বলছেন, পাঁচ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পরই যেভাবে লাগাতার পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির দাম বেড়েছে, যার দরুন আকাশছোঁয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, তারই জবাব দিয়েছেন সাধারণ মানুষ৷ যদিও হাতেগোণা কয়েকটি আসনের ফল দিয়ে এই তত্ত্বকে মানতে নারাজ গেরুয়া শিবির৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2022 4:48 PM IST