Asansol By Election Results: ঘরের মাঠেই কোণঠাসা 'ঘরের মেয়ে'! আসানসোল দক্ষিণেও পিছিয়ে বিধায়ক অগ্নিমিত্রা

Last Updated:

২০২১-এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সায়নী ঘোষকে প্রায় সাড়ে চার হাজার ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন অগ্নিমিত্রা৷

গণনা কেন্দ্রের বাইরে হতাশ অগ্নিমিত্রা পাল৷
গণনা কেন্দ্রের বাইরে হতাশ অগ্নিমিত্রা পাল৷
#আসানসোল: বিজেপি-র দাবি ছিল, তিনি আসানসোলের ঘরের মেয়ে৷ তাই প্রথম বার বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হওয়া সেই অগ্নিমিত্রা পালকেই শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে উপনির্বাচনে প্রার্থী করেছিল দল৷ কিন্তু ভোটের ফল বেরোতে দেখা গেল আসানসোলে তো বিপুল ভোটে হারতে হচ্ছেই, উল্টে নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণেও পিছিয়ে পড়েছেন অগ্নিমিত্রা৷
২০২১-এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সায়নী ঘোষকে প্রায় সাড়ে চার হাজার ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন অগ্নিমিত্রা৷ কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এবারের লোকসভা নির্বাচনে নিজের সেই আসানসোল দক্ষিণ বিধানসভাতেই অনেকটা পিছিয়ে পড়েছেন অগ্নিমিত্রা পাল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, নিজের বিধানসভাতেই প্রায় ১৫ হাজার ভোটে পিছিয়ে পড়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক৷
advertisement
advertisement
এ দিন সকাল থেকেই গণনাকেন্দ্রে হাজির ছিলেন অগ্নিমিত্রা৷ শত্রুঘ্ন সিনহার জয়ের ব্যবধান ২ লক্ষ ছাড়ানোর পর হার নিশ্চিত বুঝে গণনা কেন্দ্র ছাড়েন অগ্নিমিত্রা৷ নিজের বিধানসভা কেন্দ্র এবং আসানসোলে বিপুল ব্যবধানে হারের জন্য তৃণমূলের সন্ত্রাসের পাশাপাশি দলের দুর্বল সংগঠনকেও দায়ী করেছেন অগ্নিমিত্রা৷ যদিও তিনি বলেন, 'কাউকে দোষ দিয়ে লাভ নেই৷ নেতৃত্বকেও দেখতে হবে কেন এ রকম হল৷ আশা করেছিলাম আরও ভাল ফল হবে৷'
advertisement
নির্বাচনের প্রচারে অগ্নিমিত্রার দাবি ছিল, আসানসোল দক্ষিণের বিধায়ক হিসেবে তিনি গত এক বছরে যা কাজ করেছেন, তা দেখেই মানুষ তাঁকে ভোট দেবেন৷ পাশাপাশি অগ্নিমিত্রাকে আসানসোলের ঘরের মেয়ে বলেও প্রচারে ঝড় তুলেছিল বিজেপি৷ কিন্তু ভোটের ফল বেরোতেই সব হিসেব উল্টে গেল৷ শুধু আসানসোল দক্ষিণ নয়, আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভাতেই পিছিয়ে পড়েছে বিজেপি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol By Election Results: ঘরের মাঠেই কোণঠাসা 'ঘরের মেয়ে'! আসানসোল দক্ষিণেও পিছিয়ে বিধায়ক অগ্নিমিত্রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement