Uttar Pradesh Assembly Elections 2022: প্রার্থী ঘোষণা বিজেপি-র, ভেস্তে গেল সপা- ভীম আর্মি জোট, ভোটে সরগরম উত্তর প্রদেশ

Last Updated:

যোগী আদিত্যনাথ এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়বেন। তাও নিজের গড় গোরক্ষপুর কেন্দ্র থেকে (Uttar Pradesh Assembly Elections 2022)।

ভোটে সরগরম উত্তরপ্রদেশ
ভোটে সরগরম উত্তরপ্রদেশ
#নয়াদিল্লি :  উত্তর প্রদেশ নির্বাচনে (Uttar Pradesh Assembly Elections 2022) প্রথম দুই দফায় মোট ১০৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। শনিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক সম্মেলন করে  প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তালিকায় অন্যতম চমক হল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই প্রথম তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন। তাও নিজের গড় গোরক্ষপুর কেন্দ্র থেকে।
পাশাপাশি উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়বেন সিরাথু থেকে। রাজ্যের মন্ত্রী তথা যুব নেতা শ্রীকান্ত শর্মা লড়বেন মথুরা কেন্দ্র থেকে। উল্লেখযোগ্য ঘটনা হল, প্রথম দুই দফার তালিকা থেকে ২০ জন বিধায়ক বাদ পড়েছেন। যা দেশের সবচেয়ে বড় রাজ্যের শাসক দল বিজেপি-র জন্য অস্বস্তির কারণ হতে পারে। যার কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে গত কয়েকদিনে যোগী সরকার থেকে একের পর এক মন্ত্রীর ইস্তফা।
advertisement
advertisement
শুরুটা করেছিলেন শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। তারপর একে একে বন ও পরিবেশমন্ত্রী দারা সিং চৌহান এবং আয়ূষ ও খাদ্য সুরক্ষা মন্ত্রী ধরম সিং সাইনি। এখানেই শেষ নয়। বিজেপি-র সঙ্গ ট্যাগ করেছেন অন্তত ১১ জন বিধায়ক।
advertisement
সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, মোট ১০৭ জনের মধ্যে ৬৮ শতাংশ টিকিট অনগ্রসর, দলিত ও মহিলাদের দেওয়া হয়েছে। যার মধ্যে ওবিসি ৪৪, তপশিলি জাতি ১৯ এবং ১০ জন মহিলা রয়েছেন। এমন কি, সাধারণ আসনেও একজন তপশিলি জাতি ভুক্ত প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে।
advertisement
এদিকে, এ দিনই উত্তর প্রদেশে তালিকা ঘোষণা করেছে বহুজন সমাজ পার্টিও। দলের প্রকাশিত প্রথম তালিকায় দলিত, ব্রাহ্মণ, মুসলিম প্রার্থীরা রয়েছেন।
অন্য দিকে, এ দিনের ঘটনায় উত্তর প্রদেশে স্বস্তি পেয়েছে বিজেপি।সমাজবাদী পার্টির সঙ্গে জোটে যাচ্ছেনা আজাদ সমাজ পার্টি।সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন ভীম আর্মি তথা আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ। এ দিন দুপুরে অখিলেশ যাদবের সঙ্গে একপ্রস্ত বৈঠকের পর চন্দ্রশেখর আজাদ সাংবাদিকদের বললেন, "অখিলেশ যাদবের সঙ্গে বেশ কয়েকবার গঠনমূলক কথা হয়েছে। তবে, শেষ বেলায় এসে মনে হচ্ছে, উনি দলিত ভোট চাইছেন, কিন্তু দলের নেতাদের চান না।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Assembly Elections 2022: প্রার্থী ঘোষণা বিজেপি-র, ভেস্তে গেল সপা- ভীম আর্মি জোট, ভোটে সরগরম উত্তর প্রদেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement