শহিদ রাজেশ ওরাংয়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে আবেগপ্রবণ বীরভূমের পুলিশ সুপার, বীরের মা-বাবাকে প্রণাম

Last Updated:

তরতাজা প্রাণ সীমান্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছেন , এবার হয়ে গেল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান, সেখানেও সঙ্গী সেই দুঃসহ বেদনা

#বীরভূম : শহিদ রাজেশ ওরাং এর শ্রাদ্ধ-অনুষ্ঠানে এসে রাজেশের মা ও বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূমের পুলিস সুপার শ্যাম সিং। বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে আজ রাজেশ ওরাং এর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। ওই শ্রাদ্ধ-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের পুলিস সুপার শ্যাম সিং সহ অতিরিক্ত পুলিস সুপার সুবিমল পাল,  জেলার ডি এস পি (ডিএন্ডটি) অভিষেক মণ্ডল।
তারা প্রত্যেকেই রাজেশ ওরাং এর ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাড়ির আত্মীয়দের জন্য নিয়ম অনুসারে জামাকাপড় ও ফুল মিষ্টি উপহার নিয়ে যান।
পুলিশ সুপারের কথায় দেশের জন্য যে সেনা শহিদ হয়েছেন তার জন্য আবেগ আটকে রাখা মুশকিল,  সেই কারনেই নিজেকে রাজেশের বাড়ির একজন আত্মীয় ভেবে নিয়েই এগিয়ে চলেছেন তিনি,  পাশে দাঁড়িয়ে আছেন রাজেশের পরিবারের।
advertisement
advertisement
যেদিন রাজেশের দেহ বীরভূম এসে পৌছেছিল সেদিনও রাজেশের কফিনে কাঁধ দিয়ে ছিলেন তিনি। কাঁধে করেই নিয়ে গিয়েছিলেন মুখাগ্নি-র জন্য।  রাজেশের দেহ বীরভূমে পৌছানোর পর থেকে দেহ সৎকার পর্যন্ত আগাগোড়াই পাশে ছিলেন ৷
তিনি এক জন পুলিশ সুপার হিসাবে তো বটেই,  পাশে ছিলেন নিজেকে রাজেশের আত্মীয় মনে করে। তার দেখানো পথেই এগিয়ে চললো বীরভূম জেলা পুলিশ। মনে ভালোবাসার দাগ কেটে থাকল রাজেশের বাড়ি থেকে গ্রামবাসীদের মনে।
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শহিদ রাজেশ ওরাংয়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে আবেগপ্রবণ বীরভূমের পুলিশ সুপার, বীরের মা-বাবাকে প্রণাম
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement