Bihar Railway Shooting Incident: কথা বলার আগেই সামনে থেকে রেলওয়ে স্টেশনে মেয়ে ও বাবাকে গুলি! তারপরেই নিজের মাথায় বন্দুক লাগিয়ে...জানুন সেই ভয়ঙ্কর ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Bihar Railway Shooting Incident: আরা রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি কিশোরী ও তার বাবাকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে, তবে এখনও হত্যার কারণ স্পষ্ট নয়। প্রেমঘটিত বিষয় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, জানুন বিস্তারিত...
আরা: বিহারের আরাতে আরা জংশন রেলওয়ে স্টেশনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি জানলে চমকে যাবেন যে কেউ…
মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি দুইজনকে গুলি করে হত্যা করার পর নিজেকে গুলি করে। ঘটনাটি প্ল্যাটফর্ম ২ এবং প্ল্যাটফর্ম ৩ সংযোগকারী ফুটব্রিজে ঘটে। কর্তৃপক্ষের মতে, মৃতদের মধ্যে একজন কিশোরী মেয়ে, জিয়া কুমারী, যার বয়স ১৬-১৭ বছরের মধ্যে এবং তার বাবা, অনিল সিনহা।
advertisement
advertisement
অভিযুক্তের নাম আমান কুমার। তিনি প্রথমে মেয়েটিকে গুলি করেন, তারপর তার বাবাকে গুলি করেন এবং পরে নিজেকে গুলি করেন। তিনজনই ঘটনাস্থলে মারা যান, বলে জানান ভোজপুর এএসপি পরিচয় কুমার।
ওই পুলিশ কর্তা বলছিলেন, “আরা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ৩ এবং ৪ এর মধ্যে ওভারব্রিজে, তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীর মতে, ২৩-২৪ বছর বয়সী এক ব্যক্তি ১৬-১৭ বছর বয়সী এক মেয়েকে এবং তার বাবাকে গুলি করেন। পরে তিনি নিজেকে গুলি করেন,” কুমার সাংবাদিকদের জানান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যদিও ঘটনার পেছনের উদ্দেশ্য এখনও অস্পষ্ট।
advertisement
“উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে প্রেমের কোণটি অস্বীকার করা যায় না,” বলেন এলাকার এসপি, যোগ করে যে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে আরপিএফ সিনিয়র কমান্ড্যান্ট প্রকাশ পান্ডা বলেন, “আমরা তদন্ত করছি। আমরা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করব। যদিও রেলওয়ে স্টেশনে প্রায় ৪০টি ক্যামেরা রয়েছে, আমরা ফুট ওভার ব্রিজে কিছু ক্যামেরা স্থাপন করব। হত্যার অস্ত্রটি জব্দ করা হয়েছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 3:49 PM IST