Bihar hooch tragedy: নীতীশের 'ড্রাই’ বিহারে আবারও বিষমদে মৃত্যুমিছিল, এর শেষ কোথায় প্রশ্ন বিরোধীদের

Last Updated:

Bihar hooch tragedy: শুক্রবার ও শনিবার মধ্যরাতে বিহারের মতিহারিতে বিষ মদ‍‍্যপান করে মারা গেছেন অন্তত ১৪ এবং আরও ৪৮ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীতীশের 'ড্রাই’ বিহারে আবারও বিষমদে মৃত্যুমিছিল
নীতীশের 'ড্রাই’ বিহারে আবারও বিষমদে মৃত্যুমিছিল
বিহারঃ ফের বিহারে বিষ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৪ জন। শুক্রবার ও শনিবার মধ্যরাতে বিহারের মতিহারিতে বিষ মদ‍‍্যপান করে মারা গেছেন অন্তত ১৪ এবং আরও ৪৮ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মতিহারি জেলায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে। বিহার পুলিশের সদর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বাকিদের গ্রেফতারের জন‍্য আরও তদন্ত চালানো হচ্ছে। মদ নিষিদ্ধ রাজ্যে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটায় প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক মহল।
advertisement
advertisement
এই মৃত্যু মিছিল নিয়ে সাংবাদিকদের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন “এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। আমি এ বিষয়ে সব তথ্য চেয়েছি কর্তৃপক্ষের কাছ থেকে।”
বিহার পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ‘জেলা পুলিশ বিষয়টি তদন্ত করে অবৈধ মদের ব্যবসায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে। আবগারি দফতরের আধিকারিকরাও ঘটনার তদন্ত শুরু করছেন।” ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।
advertisement
বিহারে বিষ মদ খেয়ে মৃত‍্যুর ঘটনা এই প্রথম নয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এপ্রিল ২০১৬-এ মদ বিক্রি এবং সেবন নিষিদ্ধ করার পর বিহারের ২০২২ সালের ডিসেম্বর মাসে সারান জেলায় বিষ মদ খেয়ে ৭৫ জনের মৃত্যু হয়। ঘটনায় সারান জেলার ইসুয়াপুরের স্টেশন হাউস অফিসার-সহ চারজনকে বরখাস্ত করা হয়েছিল। বিরেধীদের দাবি, যদিও ছ-বছর হয়ে গেছে মদ বিক্রি নিষিদ্ধ হয়েছে বিহারে কিন্তু রাজ্যে মদের পাচার এখনও অব্যাহত রয়েছে।
advertisement
যদিও, বিষ মদ কান্ড নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার বলেছেন যে বিহারে বিষ মদের কারণে মৃত্যু অন্যান্য রাজ‍্যের তুলনায় কম।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar hooch tragedy: নীতীশের 'ড্রাই’ বিহারে আবারও বিষমদে মৃত্যুমিছিল, এর শেষ কোথায় প্রশ্ন বিরোধীদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement