বিহারে শুরু প্রথম দফার ভোটগ্রহণ... নতুন সরকার নিয়ে আশাবাদী তেজস্বী, ‘পূর্ণ উদ্যমে’ ভোটের আবেদন মোদির

Last Updated:

বিহারে প্রথম দফার ভোটে ১২১টি কেন্দ্রে ১৩১৪ জন প্রার্থী, ১২২ জন মহিলা. পটনায় লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদব ভোট দিলেন. মহাগঠবন্ধনের জয় নিয়ে আশাবাদী তেজস্বী.

চলছে প্রথম দফার ভোটগ্রহণ
চলছে প্রথম দফার ভোটগ্রহণ
পটনা: বিহারে শুরু প্রথম দফার ভোট৷ ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে ১২১টি কেন্দ্রে৷ বিহারের ১৮টি জেলায় ছড়িয়ে রয়েছে এই ১২১টি বিধানসভা কেন্দ্র৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত৷ বৃহস্পতিবার মোট ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ প্রথম দফায় মোট ১২২ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
advertisement
ইতিমধ্যে স্ত্রীকে নিয়ে পটনার একটি বুথে ভোট দিলেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। লালুর আশা, ‘বদল হবে’। আশাবাদী তাঁর ছেলেও। পটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। জানান, ‘মহাগঠবন্ধন’-এর জয়ের বিষয়ে তিনি বেশ আশাবাদী। আগামী ১৪ নভেম্বর নতুন সরকার তৈরি হবে বলেও দাবি করেন তিনি।
advertisement
প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে পটনা,  গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, মুঙ্গের, শেখপুরা, বক্সার, ভোজপুর, নালন্দা।
ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে শুরু প্রথম দফার ভোটগ্রহণ... নতুন সরকার নিয়ে আশাবাদী তেজস্বী, ‘পূর্ণ উদ্যমে’ ভোটের আবেদন মোদির
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement