উপ-মুখ্যমন্ত্রী পদে বসতেই বিপদ, গ্রেফতার হতে পারেন তেজস্বী যাদব, খবর সূত্রে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
যে ১ হাজার ৪৫৮ জনের নাম পাওয়া গিয়েছে, এঁরা নাকি সকলেই চাকরি পেতে জমি লিখে দিয়েছিলেন ঘুষ হিসাবে
#নয়াদিল্লি: অন্যতম বড় এক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হতে পারে বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। সম্প্রতি সিবিআই সূত্রে এমনই খবর পেয়েছে সিএনএন-নিউজ১৮। গত মাসে তেজস্বীর বাড়ি থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই হার্ড ডিস্ক থেকে নাকি মোট ১ হাজার ৪৫৮ জনের নাম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে নামগুলি রয়েছে, সেগুলিই নাকি এই মামলার মূল সূত্র।
যে ১ হাজার ৪৫৮ জনের নাম পাওয়া গিয়েছে, এঁরা নাকি সকলেই চাকরি পেতে জমি লিখে দিয়েছিলেন ঘুষ হিসাবে, এমনই দাবি করেছে তদন্তকারী সংস্থা। বলা হয়েছে, যাদব পরিবারের বিভিন্ন সদস্যদের নামে এই জমা দান করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, এই লিস্ট তৈরি করেছিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে, বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। গত মাসে তল্লাশির সময় এই হার্ডডিস্কটি উদ্ধার করে সিবিআই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নৃশংস ঘটনা তমলুকে, সম্পত্তির বিবাদে অ্যাসিড আক্রান্ত শিশুকন্যা
সিবিআই-এর তরফ থেকে বলা হয়েছে, এর মধ্যে ১৬ জন চাকরি প্রার্থীর বিষয়টি যাচাই করেও দেখা হয়েছে। এই ঘটনা ঘটে, যখন ইউপিএ-১ সরকারের আমলে লালুপ্রসাদ যাদব কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। সিবিআই সূত্রে আরও খবর পাওয়া গিয়েছে, সিবিআই রেল মন্ত্রককে এই বিষয় নিয়ে দ্রুত একটি চিঠি লিখবে। যেখানে এ ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ঘুষ হিসাবে নেওয়া জমি সরাসরি লালু বা তাঁর নিকটতম পরিবারের সদস্যদের নামে নেওয়া হত না, হত বিভিন্ন আত্মীয়, বন্ধুদের নামে। তার পর যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা রেলওয়ের গ্রুপ ডি-বিভাগে দেশের বিভিন্ন প্রান্তে কাজে যোগ দেন বলেও খবর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 4:01 PM IST