Bihar CM Nitish Kumar: "২০১৪ তে জিতলে কি ২০২৪ এও জিতবেন?" শপথ নিয়েই নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ নীতীশের

Last Updated:

Nitish Kumar as Prime Minister: কংগ্রেস যদি বিরোধী নেতৃত্ব থেকে সরে যায় বা গুরুত্ব হারায় তবে নীতীশ কুমারই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী হওয়ার প্রধান মুখ হবেন।

Nitish Kumar Oath Ceremony
Nitish Kumar Oath Ceremony
#পটনা: ফের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ, শুধু বদলে গেল জোটসঙ্গী! বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে অষ্টম বার শপথগ্রহণ করলেন নীতীশ কুমার। বিজেপির সঙ্গ ত্যাগ করে এখন তিনি জোট জুড়লেন রাষ্ট্রীয় জনতা দলকে। আর শপথগ্রহণ করেই একদা জোটসঙ্গী বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন নীতীশ কুমার। পরবর্তী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “২০১৪ সালে মোদি জিতেছিলেন, কিন্তু ২০২৪ সালে জিতবেন কি?”
বারবার কেন্দ্রে বিজেপিকে অপসারণ করার জন্য “বিরোধী ঐক্যের লক্ষ্যে কাজ” করার কথা জানিয়েছেন নীতীশ। সাংবাদিকদের এদিন নীতীশ কুমার জানান, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন তিনি। উলটে তিনি জিজ্ঞাসা করেন, “প্রশ্নটা হল যে ব্যক্তি ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন ২০২৪ সালেও তিনিই জিতবেন কী না।”
advertisement
advertisement
লোকসভা ভোটের ঠিক এক বছর পর ২০২৫ সালে বিহারে নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ জিতবে কে, কারই হাতে বা থাকবে দেশ ও রাজ্যের লাগাম এই জল্পনা শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে কংগ্রেস দেশে দুর্বল হয়ে যাওয়ায় সংশয় রয়েছে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। বিরোধীদের ঐক্যও এখনও ততটা পোক্ত নয়।
কংগ্রেস যদি বিরোধী নেতৃত্ব থেকে সরে যায় বা গুরুত্ব হারায় তবে নীতিশ কুমারই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী হওয়ার প্রধান মুখ হবেন। ‘নীতীশই প্রধানমন্ত্রী’ তত্ত্বটি এর আগের নির্বাচনী বছরগুলিতেও উঠে এসেছিল। যদিও বিজেপির সঙ্গে এবং বিপক্ষে জোটে গড়া ও জোট ভাঙার ঘনঘটায় সেই ভাবনা পালে হাওয়া পায়নি।
advertisement
গতকাল পর্যন্ত, নীতীশ কুমার জেডিইউ-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে একসঙ্গেই বিহার জিতেছিলেন তাঁরা। আজ তিনি পুরোনো বন্ধু লালু যাদবের আরজেডি সমর্থিত জোটের মুখ্যমন্ত্রী। নতুন সরকারে তাঁর উপমুখ্যমন্ত্রী হয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব।বলা যায় ২০১৫ সালে তাঁদের জোটের নতুন সংস্করণ এটি। দলের অন্য শরিকদের মধ্যে রয়েছে কংগ্রেসও।
advertisement
JDU-RJD-Congress জোটের প্রথম সংস্করণ বা ‘মহাগঠবন্ধন’ বা মহাজোট ২০১৫ সালে জয়লাভ করে। দুই বছর পর প্রধানমন্ত্রী মোদির দলে যোগ দেন নীতীশ এবং নতুন করে শপথ নেন। ২০২০ সালে জেডিইউ-বিজেপি জোট জেতে। দুই বছর পর আবার দল জোট বদলে নেন নীতীশ।
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar CM Nitish Kumar: "২০১৪ তে জিতলে কি ২০২৪ এও জিতবেন?" শপথ নিয়েই নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ নীতীশের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement