Bhopal Hospital Fire: মর্মান্তিক অগ্নিকাণ্ড! মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, ৪ শিশুর মৃত্যু

Last Updated:

Bhopal Hospital Fire: হাসপাতালে আগুন লাগার খবর ট্যুইট করে জানান স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ভোপালে হাসপাতালে আগুন
ভোপালে হাসপাতালে আগুন
#ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal Hospital Fire) একটি হাসপাতালের শিশুবিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল চার শিশুর। সোমবার রাতের ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লেগে যায়। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল।
আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবারের লোকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২৫টি অগ্নিনির্বাপন ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন (Bhopal Hospital Fire) নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।
advertisement
advertisement
হাসপাতালে আগুন লাগার খবর ট্যুইট করে জানান স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে শিশু মৃত্যুর খবরও তিনিই জানান ট্যুইটারে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাসপাতালের শিশুবিভাগে আগুন (Bhopal Hospital Fire) লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা গিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও এসেছে। কিন্তু তিনটি শিশু যারা আগেই গুরুতর অসুস্থ ছিল, তাদের আর বাঁচানো যায়নি।’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এই ট্যুইটের কিছুক্ষণ পরে অবশ্য মৃত শিশুর সংখ্যা আরও বাড়ে। হাসপাতালে(Bhopal Hospital Fire) উদ্ধারকাজ চলাকালীন সেখানে পৌঁছে গিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং। তিনি বলেন, ‘‘ঘটনার সময় ওই বিভাগে ৪০টি শিশু ছিল। তার মধ্যে ৩৬ জন আপাতত সুরক্ষিত। প্রত্যেক মৃত শিশুর পরিবারকে চার লক্ষ টাকা করে এককালীন অর্থসাহায্য করবে সরকার।’’ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।
বাংলা খবর/ খবর/দেশ/
Bhopal Hospital Fire: মর্মান্তিক অগ্নিকাণ্ড! মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, ৪ শিশুর মৃত্যু
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement