Supreme Court on Lakhimpur Kheri Incident: 'অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চলছে', লখিমপুর কাণ্ডে যোগী সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ দিন রাখঢাক না করেই বলেছেন, লখিমপুর কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিত্রকে বাঁচানোর স্বার্থেই দু'টি পৃথক এফআইআর করা হয় (Supreme Court on Lakhimpur Kheri Incident)৷
#দিল্লি: লখিমপুর কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷ তদন্তে ধীর গতির জন্য উত্তর প্রদেশ সরকারকেও ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি এন ভি রামানা (Supreme Court on Lakhimpur Kheri Incident)৷ পাশাপাশি, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তে নজরদারি চালানোর কথাও বলেছেন প্রধান বিচারপতি৷ বিচারপতি রামানা স্পষ্ট বলেন, 'প্রত্যাশিত গতিতে তদন্ত এগোচ্ছে না৷'
প্রধান বিচারপতি বলেন, 'স্ট্যাটাস রিপোর্টে কিছুই নেই৷ শুধু বলা হয়েছে আরও কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ আমরা দশদিন সময় দিয়েছিলাম৷ এখনও ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্ট আসেনি৷ প্রত্যাশিত গতিতে কিছুই হচ্ছে না৷' যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারকে এ দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন স্ট্যাটাস রিপোর্টে কাদের এখনও পয়র্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা জানাতে হবে৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ দিন রাখঢাক না করেই বলেছেন, লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri Incident)অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিত্রকে বাঁচানোর স্বার্থেই দু'টি পৃথক এফআইআর করা হয়৷ লখিমপুর কাণ্ডে কৃষক এবং বাকিদের মৃত্যুর ঘটনার তদন্ত আলাদা ভাবে না করে একসঙ্গে করা উচিত বলেও জানিয়েছে শীর্ষ আদালত৷
advertisement
গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় সবমিলিয়ে আট জনের মৃত্যু হয়৷ প্রথমে গাড়ি চাপা পড়ে চার কৃষকের মৃত্যুর পর হিংসার জেরে আরও বেশ কয়েকজন মারা যান৷ ওই ঘটনায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের আবেদনের ভিত্তিতে চার কৃষক বাদে বাকিদের মৃত্যুর ঘটনায় পৃথক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ গত ১১ অক্টোবর ঘটনায় অন্যতম মূল অভিয়ুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
মামলার অন্যতম বিচারপতি সূর্য কান্তও বলেন, 'দুঃখজনক হলেও আমরা বলতে বাধ্য হচ্ছি, প্রাথমিক ভাবে মনে হচ্ছে নির্দিষ্ট একজন অভিযুক্তকে সুবিধে করে দিতেই দু'টি পরস্পর বিরোধী এফআইআর দায়ের করা হয়েছে৷'
যদিও উত্তর প্রদেশ সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে হরিশ সালভে যুক্তি দেন, আলাদা করে তদন্ত রার জন্যই দু'টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে৷ তিনি আরও যুক্তি দেন, লখিনপুর খেরির হিংসায় নিহত সাংবাদিক রামন কাশ্যপকে নিয়ে বিভ্রান্তির জেরেই দু'টি এফআইআর দায়ের করতে হয়৷ কারণ তিনি আশিস মিশ্রের সঙ্গে ছিলেন নাকি ছিলেন না, ঘটনার পর তা স্পষ্ট হয়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2021 1:34 PM IST