INDIA alliance: পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট নয়, জানিয়ে দিল আপ! বাংলার পর আরও এক রাজ্যে ধাক্কা

Last Updated:

ঘটনাচক্রে এ দিনই বর্ধমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট না করে একাই লড়বে তৃণমূল৷

পাঞ্জাবে জোট করবে না আপ৷
পাঞ্জাবে জোট করবে না আপ৷
চণ্ডীগড়: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে,ততই যেন ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল বাড়ছে৷ পশ্চিমবঙ্গে জোট ঘিরে অনিশ্চয়তার মধ্যেই এবার পঞ্জাবেও বড় ধাক্কা খেল বিরোধী শিবির৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়ে দিলেন, পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোট হচ্ছে না আম আদমি পার্টির৷
শুধু তাই নয়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পঞ্জাবের ১৩টি লোকসভা আসনের জন্য প্রাথমিক ভাবে ৪০ জন প্রার্থীর একটি তালিকা তৈরি করে ফেলেছে আপ৷ প্রার্থী তালিকা ঘোষণা করার আগে একটি সমীক্ষা চালাবে তারা৷
ঘটনাচক্রে এ দিনই বর্ধমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট না করে একাই লড়বে তৃণমূল৷ মমতা অভিযোগ করেছেন, আসন রফা নিয়ে তিনি একাধিক প্রস্তাব দিলেও কংগ্রেস তা খারিজ করে দিয়েছে৷ তবে তৃণমূলনেত্রী জানিয়েছেন, জোট নিয়ে ভোটের পরেই তাঁরা সিদ্ধান্ত নেবেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই পঞ্জাবেও জোটের আশায় জল ঢেলে দিল আপ৷
advertisement
advertisement
যদিও সিনিয়র কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এ দিনও দাবি করেছেন, বাংলায় তৃণমূলের সঙ্গে তাদের জোট হবেই৷ বেণুগোপালের বলেন, আমাদের লক্ষ্য বিজেপি-র আসন সংখ্যা কমানো৷ আমরা তৃণমূলের সঙ্গে কথা বলব৷ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ নেত্রী৷ ছোট ছোট যা মতপার্থক্য আছে তা মিটিয়ে ফেলা হবে৷
advertisement
আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে আপ, তৃণমূল অথবা সমাজবাদী পার্টির মতো দলগুলির বিরোধ অবশ্য নতুন নয়৷ ইন্ডিয়া জোট গঠনের পর থেকেই এই পশ্চিমবঙ্গ, পঞ্জাব, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে আসন বণ্টন নিয়ে জটিলতা তৈরি হয়৷
advertisement
এই তিন রাজ্যেই নিজেরা শক্তিশালী হওয়ায় কংগ্রেসকে নামমাত্র আসন ছাড়ার পক্ষে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবালরা৷ যদিও কংগ্রেস নেতৃত্ব আরও বেশি আসন চাওয়াতেই জটিলতা বেড়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
INDIA alliance: পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট নয়, জানিয়ে দিল আপ! বাংলার পর আরও এক রাজ্যে ধাক্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement