Mamata Banerjee: ‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, হঠাৎ জোট নিয়ে হুঙ্কার মমতার

Last Updated:

Mamata Banerjee: মঙ্গলবারই অসমে ভারত জোড়ো যাত্রার শেষে একটি সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি বলেন, তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক৷

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: গতকালই রাহুল গান্ধি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্কে একগুচ্ছ ইতিবাচক কথা বলেছিলেন, আর তার পরের দিনই কংগ্রেস নিয়ে কার্যত হুঙ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কার্যত আক্রমণ করলেন কংগ্রেসকে৷ একগুচ্ছ ইস্যুতে হাত শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইন্ডিয়া জোটের সঙ্গী মমতা৷
এ দিন বর্ধমানের সভায় যাওয়ার আগে, হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই৷ আমার প্রস্তাব ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে৷ বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত৷ কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই৷ তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব৷’
advertisement
এর আগেও তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক কৌশল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে ৩০০ আসনে একা লড়ার কথা বলেছিলেন৷ সেই কথাই মনে করিয়ে দিয়ে এদিনও মমতা বলেন, ‘৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না৷ ‘বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব,’ হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
advertisement
advertisement
মঙ্গলবারই অসমে ভারত জোড়ো যাত্রার শেষে একটি সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি বলেন, তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক৷ তৃণমূলের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক৷ ফলে জোট যেরকম আছে, তেমনই থাকবে৷ দ্রুত আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ যদিও সেই কথায় কার্যত জল ঢাললেন মমতা৷ বললেন, কোনও কথা হয়নি৷ ফলে এগুলি ঠিক বলা হচ্ছে না৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, হঠাৎ জোট নিয়ে হুঙ্কার মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement