Mamata Banerjee: ‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, হঠাৎ জোট নিয়ে হুঙ্কার মমতার

Last Updated:

Mamata Banerjee: মঙ্গলবারই অসমে ভারত জোড়ো যাত্রার শেষে একটি সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি বলেন, তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক৷

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: গতকালই রাহুল গান্ধি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্কে একগুচ্ছ ইতিবাচক কথা বলেছিলেন, আর তার পরের দিনই কংগ্রেস নিয়ে কার্যত হুঙ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কার্যত আক্রমণ করলেন কংগ্রেসকে৷ একগুচ্ছ ইস্যুতে হাত শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইন্ডিয়া জোটের সঙ্গী মমতা৷
এ দিন বর্ধমানের সভায় যাওয়ার আগে, হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনও সম্পর্ক নেই৷ আমার প্রস্তাব ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে৷ বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত৷ কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই৷ তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব৷’
advertisement
এর আগেও তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক কৌশল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সর্বভারতীয় ক্ষেত্রে ৩০০ আসনে একা লড়ার কথা বলেছিলেন৷ সেই কথাই মনে করিয়ে দিয়ে এদিনও মমতা বলেন, ‘৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না৷ ‘বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব,’ হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
advertisement
advertisement
মঙ্গলবারই অসমে ভারত জোড়ো যাত্রার শেষে একটি সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি বলেন, তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক৷ তৃণমূলের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক৷ ফলে জোট যেরকম আছে, তেমনই থাকবে৷ দ্রুত আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ যদিও সেই কথায় কার্যত জল ঢাললেন মমতা৷ বললেন, কোনও কথা হয়নি৷ ফলে এগুলি ঠিক বলা হচ্ছে না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, হঠাৎ জোট নিয়ে হুঙ্কার মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement