বয়স ১২, পকেটে ১০০ টাকা! তিন দিনে তিন শহরের পুলিশকে নাচিয়ে ছাড়ল বেঙ্গালুরুর কিশোর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরুর বাড়ি থেকে রবিবার নিখোঁজ হয় ওই ছেলেটি৷ শেষ পর্যন্ত হায়দ্রাবাদের মেট্রো স্টেশন থেকে উদ্ধার করা হয় ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়াকে৷
বেঙ্গালুরু: বয়স মাত্র ১২ বছর৷ পকেটে একশো টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়েছিল সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেটি৷ এর পরে সেই একশো টাকাকে সম্বল করেই তিনটি শহরের পুলিশকে নাস্তানাবুদ করে তিন দিনে ৬০০ কিলোমিটারের সফর করে ফেলল সে৷ শেষ পর্যন্ত বাবা-মা অনেক বুঝিয়ে ওই কিশোরকে বেঙ্গালুরুর বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব হয়৷
জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাড়ি থেকে রবিবার নিখোঁজ হয় ওই ছেলেটি৷ শেষ পর্যন্ত হায়দ্রাবাদের মেট্রো স্টেশন থেকে উদ্ধার করা হয় ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়াকে৷ রবিবার সকাল ১১ টায় কোচিং ক্লাসে গিয়ে আর বাড়ি ফেরেনি ওই ছাত্র৷ ছেলেকে খুঁজে পেতে সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রের বিবরণ দিয়ে পোস্ট করেন তার বাবা-মা৷ এর ফলে নিয়মিত ভাবে ওই ছেলেটির গতিবিধি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পুলিশের হাতে আসছিল৷
advertisement
advertisement
কিন্তু, প্রতি বারই শেষ তাকে যেখানে দেখা গিয়েছিল পুলিশ সেখানে পৌঁছনোর আগেই ওই কিশোর সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছিল৷ বেঙ্গালুরু থেকে প্রথমে ওই কিশোর মাইসুরুতে যায়৷ এর পর সে চেন্নাই হয়ে হায়দ্রাবাদে পৌঁছে যায়৷
advertisement
এই গোটা যাত্রাপথে তার পকেটে ছিল মাত্র একশো টাকা৷ কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজের যাত্রার খরচ জোগাড় করে ফেলে ওই ছাত্র৷ নিজের কাছে থাকা দামি পেন একশো টাকা করে বিক্রি করে দেয় সে৷ ওই ছাত্রের পেন বিক্রির ছবি সিসিটিভি-তেও ধরা পড়েছে৷ এই ভাবেই তিন দিন গা ঢাকা দিয়ে থাকে সে৷
ওই কিশোরের চিন্তিত বাবা-মা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন, তার সূত্র ধরেই নিয়মিত ভাবে তার সর্বশেষ গতিবিধি জানা সম্ভব হচ্ছিল৷ ওই কিশোরকে দেখতে পেয়ে অনেকেই তার সর্বশেষ অবস্থান কোথায়, তা কিশোরের বাবা-মাকে জানাতে থাকছিলেন৷ এই ভাবেই হায়দ্রাবাদের নামপল্লি মেট্রো স্টেশনে এক যাত্রী ওই কিশোরকে চিনে ফেলেন৷ এর পরে ওই যাত্রীই পলাতক ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেন৷ অপরিচিত হয়েও যাঁরা তাঁর ছেলেকে ফিরে পেতে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ওই কিশোরের মা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 9:44 PM IST