Ram Mandir: রাম লালার মূর্তি দর্শনে গর্ভগৃহে হনুমান! প্রাণ প্রতিষ্ঠার পরই রাম মন্দিরে যা ঘটল...
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার বিকেলে এই ঘটনা যখন মন্দিরের নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে, তাঁরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন৷
অযোধ্যা: মাত্র দু দিন আগেই অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে৷ তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাম মন্দিরে আগমন ঘটল হনুমানের৷ তাও আবার সরাসরি সেই হনুমান সরাসরি চলে গেল মন্দিরের গর্ভগৃহে৷ একেবারে রাম লালার উৎসব মূর্তির সামনে গিয়ে হাজির হল সেই হনুমান৷
মঙ্গলবার বিকেলে এই ঘটনা যখন মন্দিরের নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে, তাঁরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন৷ হনুমান যদি কোনও ভাবে ধাক্কা দিয়ে মূর্তি ফেলে দেয়, সেই আশঙ্কায় ছুটে যান তাঁরা৷ কিন্তু হনুমানের কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যান মন্দিরের রক্ষীরা৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক্স হ্যান্ডেলেই এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
সেখানে লেখা হয়েছে, ‘আজ রাম জন্মভূমি মন্দিরে এক সুন্দর ঘটনার বর্ণনা দেওয়া হল৷ আজ সন্ধ্যা ৫.৫০ মিনিটে একটি হনুমান মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করে গর্ভগৃহে প্রবেশ করে উৎসব মূর্তির কাছে পৌঁছে যায়৷ হনুমানটি উৎসব মূর্তিকে মাটিতে ফেলে দিতে পারে, এই আশঙ্কায় নিরাপত্তারক্ষীরা দ্রুত সেদিকে এগিয়ে যান৷ কিন্তু যেই মাত্র রক্ষীরা হনুমানটির দিকে এগিয়ে যান, সেটি শান্ত ভাবে গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের উত্তর দ্বারের দিকে এগিয়ে যায়৷ কিন্তু সেই গেট বন্ধ থাকায় ঘুরে গিয়ে সেটি দর্শনার্থীদের ভিড়ের মধ্যে দিয়েই কাউকে বিরক্ত না করে মন্দিরের পূর্ব দ্বার দিয়ে বেরিয়ে যায়৷ নিরাপত্তারক্ষীরা বলছেন, দেখে মনে হল স্বয়ং হনুমান এসে রাম লালার দর্শন করে গেলেন৷’
advertisement
গত সোমবার রাম মন্দিরে রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গতকাল থেকে মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়৷ প্রথম দিনেই মন্দিরে রাম লালার দর্শন করেন ৫ লক্ষ মানুষ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 7:45 PM IST