পুরীর জগন্নাথ মন্দিরের সামনে ভয়ানক কাণ্ড, বিপাকে বাঙালি ইউটিউবার

Last Updated:

Puri Jagannath Temple: পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ডিএসপি পদমর্যদার এক অফিসার ঘটনার তদন্ত শুরু করেছে।

জগন্নাথ মন্দির- ফাইল ছবি
জগন্নাথ মন্দির- ফাইল ছবি
#পুরী: পুরীর জগন্নাথ মন্দিরের উপরে ড্রোন উড়িয়ে ভিডিও করার অভিযোগ। এমনকী সেই ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। অভিযোগের তির এক বাঙালি ইউটিউবারের বিরুদ্ধে। অনিমেশ চক্রবর্তী নামে ওই ইউটিউবারের বিরুদ্ধে আরও অভিযোগ, সেই ভিডিও তিনি আরেকজনের কাছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে। বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।
পুরীর মন্দিরে ভিডিও তোলা নিষিদ্ধ। তার পরেও নিরাপত্তা ফাঁক গলিয়ে ওই ইউটিউবার ভিডিও করে ইউটিউবে তা আপলোড করে দেয়। ইতিমধ্যে তার গ্রেফতারের দাবি উঠেছে পুরীতে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ডিএসপি পদমর্যদার এক অফিসার ঘটনার তদন্ত শুরু করেছে। পুরীর একটি সংগঠন ভয়েস অফ কমন ম্যান ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, পুরীর মন্দিরের উপরে নো ফ্লাই জোন ঘোষণা করা উচিত। কারণ এটা মন্দিরের পাশাপাশি একটি হেরিটেজ সাইটও।
advertisement
পুরীর মন্দিরের সঙ্গে যুক্ত বিনায়ক দাসমহাপাত্র নামে এক ব্যক্তির অভিযোগ, "সরকারের এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কারণ, এবার বিষয়টি মোটেও সহজ অবস্থায় নেই। এটা এখন জগন্নাথ মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষেরও বিষয়টি নিয়ে ভাবা উচিত। যারা এসব ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।"
advertisement
পুরীতে সমাজকর্মী বলে পরিচিত হেক্টর মিশ্রের দাবি, "বারবার এমন ঘটনা সামনে আসছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হচ্ছে। পুলিশ চুপ করে বসে আছে। আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কড়া কোনও পদক্ষেপ নেয়নি। পুলিশ যতক্ষণ না কড়া ভূমিকায় থাকবে, ততক্ষণ এমন ঘটনা হতে থাকবে।"
advertisement
তবে বিতর্কের মাঝে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই ইউটিউবার। তিনি জানিয়েছে, "ভুল করে এই ভিডিও করে ফেলেছেন। ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও সরিয়ে দিয়েছি। বিষয়টি নিয়ে আমি পুরীর বাসিন্দা এবং জগন্নাথ মন্দিরের সকলের কাছে ক্ষমা চাইছি।"
advertisement
অভিযোগ, ওই যুবক মন্দিরের ভিডিওটি ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিল। তখনই বিষয়টি সামনে আসে। ইতিমধ্যে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরীর জগন্নাথ মন্দিরের সামনে ভয়ানক কাণ্ড, বিপাকে বাঙালি ইউটিউবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement