Republic Day 2023: দু'বছর পর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্য পথে আবার বাংলার ট্যাবলো

Last Updated:

Republic Day 2023: দু'বছর পর এবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদান করছে পশ্চিমবঙ্গ। অতীতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাকে বঞ্চনার অভিযোগ উঠলেও  তাৎপর্যপূর্ণভাবে এ বছর ২৬ জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেয়েছে বাংলা। 

এ বছর ২৬ জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেয়েছে বাংলা
এ বছর ২৬ জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেয়েছে বাংলা
নয়াদিল্লি :  ইউনেস্কোর হেরিটেজ তকমা উদযাপন করতে এবার রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার মা দুর্গার বিশেষ ট্যাবলো অংশ নেবে। দু'বছর পর এবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদান করছে পশ্চিমবঙ্গ। অতীতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাকে বঞ্চনার অভিযোগ উঠলেও  তাৎপর্যপূর্ণভাবে এ বছর ২৬ জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেয়েছে বাংলা। বিহার বা ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলি এবার দিল্লির রাজপথ ট্যাবলো প্রদর্শন থেকে বাদ পড়লেও তালিকায় আছে এ রাজ্যের নাম রয়েছে।
গত বছরের মতোই এ বছরও প্রজাতন্ত্র দিবস পালন শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। ২৩ জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর উৎযাপন শেষ হবে ৩০ জানুয়ারি কর্তব্যপথে বিটিং রিট্রিট এবং শহিদ দিবস পালনের মধ্য দিয়ে। এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফতেহ আল সিসি।
advertisement
আরও পড়ুন :  তীব্র তুষারপাতে হাঁটু সমান বরফ পেরিয়ে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম থেকে অসুস্থ বৃদ্ধাকে পিঠে করে উদ্ধার ভারতীয় সেনার
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার মিশরের সশস্ত্র বাহিনীর ১২০ জন সদস্য যোগ দিতে চলেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ৫০ টি বিমান ও হেলিকপ্টারের ফ্লাইপাস্ট হবে। যার মধ্যে যুদ্ধবিমান থাকবে ২৩ টি। গতবারের মতোই এবারও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। যাঁদের নামকরণ করা হয়েছে শ্রমযোগী।
advertisement
advertisement
আরও পড়ুন :  অন্তঃসত্ত্বা তরুণী জানতে পারলেন তিনি ভাইকে বিয়ে করেছেন!
তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভিআইপি এবং অন্যান্য অফিসারদের আমন্ত্রণপত্রে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। গত বছর ভিআইপি এবং অফিসার-সহ মোট আসন সংখ্যা ছিল এক লাখ। এবার তা কমিয়ে আনা হয়েছে মাত্র ৪৫ হাজারে। যার মধ্যে ৩২ হাজার আসন থাকবে জনগণের জন্য। এদিকে, গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলোকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য চাপানউতোর তুঙ্গে ছিল। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজধানীর রাজপথে কুচকাওয়াজের পর বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো অংশগ্রহণ করে। কিন্তু গত বছর প্রস্তুতির পরও ছিল না পশ্চিমবঙ্গের কোনও ট্যাবলো। তবে এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার বিশেষ ট্যাবলো।
বাংলা খবর/ খবর/দেশ/
Republic Day 2023: দু'বছর পর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্য পথে আবার বাংলার ট্যাবলো
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement