Old Lady Rescue: তীব্র তুষারপাতে হাঁটু সমান বরফ পেরিয়ে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম থেকে অসুস্থ বৃদ্ধাকে পিঠে করে উদ্ধার ভারতীয় সেনার

Last Updated:

Old Lady Rescue: তীব্র তুষারপাতের মধ্যে হাঁটু সমান বরফের ভিতর দিয়ে দীর্ঘ দূরত্ব পেরিয়ে তবেই বৃদ্ধার বাড়িতে পৌঁছতে পেরেছেন সেনা জওয়ানরা

চিনার কর্পসের এই অসাধ্যসাধন এখন ভাইরাল সামাজিক মাধ্যমে
চিনার কর্পসের এই অসাধ্যসাধন এখন ভাইরাল সামাজিক মাধ্যমে
শ্রীনগর : নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত জাবরি গ্রামের এক অশীতিপর অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে আনল ভারতীয় সেনাবাহিনী। তীব্র তুষারপাতের মধ্যে হাঁটু সমান বরফের ভিতর দিয়ে দীর্ঘ দূরত্ব পেরিয়ে তবেই বৃদ্ধার বাড়িতে পৌঁছতে পেরেছেন সেনা জওয়ানরা। চিনার কর্পসের এই অসাধ্যসাধন এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
গত ২০ জানুয়ারি সকালে পারোতে ভারতীয় সেনার ক্যাম্পে ফোন করেন জাবরি গ্রামের বাসিন্দা মীর মহম্মদ। তাঁর ৮০ বছর বয়সি স্ত্রীর জন্য সাহায্য চেয়ে কাতর আবেদন করেন। বৃদ্ধ জানান, তাঁর স্ত্রী জ্বর, বমি এবং পেটের ব্যথায় আক্রান্ত।
আরও পড়ুন :  অন্তঃসত্ত্বা তরুণী জানতে পারলেন তিনি ভাইকে বিয়ে করেছেন!
এর পর জরুরিকালীন ভিত্তিতে উদ্ধার পর্বের পরিকল্পনা করেন সেনা জওয়ানরা। তুষারপাতের মধ্যে হাঁটু সমান বরফের স্তর পেরিয়ে কাঁধে করে মীর মহম্মদের স্ত্রী সর্দার বীরাকে উদ্ধার করেন তাঁরা। জাবরি গ্রাম থেকে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় বনিয়ারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
advertisement
advertisement
আরও পড়ুন :  শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে পঙ্গু বানানো হয়েছে তাঁকে! নিজেকে ধিক্কার জানালেন তসলিমা নাসরিন
নিয়ন্ত্রণরেখার কাছে জাবরি গ্রাম অত্যন্ত দুর্গম। সেখানে পৌঁছতে হলে পাহাড়ি ঢাল পাড়ি দিতে হয়। সেই পথে সেনা জওয়ানরা বৃদ্ধাকে পিঠে করে বহন করেছেন। যাতে তাঁর শারীরিক কষ্ট কম হয়। পারোতে পৌঁছনর পর দ্রুত অ্যাম্বুল্যান্সে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় বনিয়ারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই উদ্ধারপর্বে গ্রামবাসীরাও যথেষ্ট সাহায্য করেছেন বলে জানিয়েছেন সেনা জওয়ানরা। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ।
বাংলা খবর/ খবর/দেশ/
Old Lady Rescue: তীব্র তুষারপাতে হাঁটু সমান বরফ পেরিয়ে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম থেকে অসুস্থ বৃদ্ধাকে পিঠে করে উদ্ধার ভারতীয় সেনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement