#নয়াদিল্লি: বাংলাদেশে নিষিদ্ধ হল পিস টিভির সম্প্রচার ৷ মুসলিম ধর্মপ্রচারক জাকির নায়েককে নিয়ে বিতর্কের জেরে বাংলাদেশে বন্ধ করা হল পিস টিভির সম্প্রচার ৷ ঢাকার গুলশনে হামলাকারী জঙ্গিরা এই মুসলিম ধর্মগুরুর বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়েছিলেন, তা তথ্য সামনে আসার পরই এই ধর্মপ্রচারক নেতাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক ৷
রবিবার ঢাকায় আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধ করার কথা ঘোষণা করলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ৷ জঙ্গিরা জাকিরের বক্তব্যে উদ্বুদ্ধ হয় বলে অভিযোগ ওঠায় বাংলাদেশ সরকার পিস টিভির সম্প্রচার বন্ধ করছে বলে জানানো হয় ৷ চ্যানেলের মালিক জাকির নায়েককে এই বিষয়ে লিখিত নির্দেশও পাঠাল প্রতিবেশী রাজ্যের সরকার ৷
ড. জাকির নায়েক, মুম্বইস্থিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি। একইসঙ্গে ইসলাম ধর্মের প্রচারক। পিস টিভি নামে একটি চ্যানেলে ইসলাম ধর্ম নিখাদ ইংরেজিতে প্রচার করেন । অভিযোগ, এহেন ধর্ম প্রচারের আড়ালে, নিজের ভাষণে সন্ত্রাসবাদকে উস্কানি দেন জাকির। ঢাকায় জঙ্গি হামলার পরে এই অভিযোগ আরও জোরদার হয়েছে।
ঢাকায় হামলাকারীদের অন্যতম রোহন ইমতিয়াজ নিজের ফেসবুকে প্রোফাইলে লিখেছিল, পিস টিভিতে জাকির নায়েকের ভাষণ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। অভিযোগ, সেই ভাষণে সব মুসলিমকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন জাকির।
উল্লেখ্য, এই বক্তৃতা শুনেই অনুপ্রাণিত হয়ে রোহন ইমতিয়াজ ১ জুলাই রাতে হোলি আর্টিজানে ২০ জন্য পণবন্দীকে নৃশংসভাবে গলা কেটে কুপিয়ে কুপিয়ে খুন করেন ৷
এইসব কারণে ঢাকার তরফ থেকে ভারত সরকারকে জাকিরের বক্তৃতাগুলি খুঁটিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে ৷ অন্যদিকে, শনিবারই ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে সমস্ত কেবল অপারেটরদের জাকিরের চ্যানেল সম্প্রচার করতে নিষেধ করা হয়েছে ৷
একই সঙ্গে সতর্ক করা হয়েছে কেউ যদি অনুমতি ছাড়া এই চ্যানেল সম্প্রচার করেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ যদিও আগে থেকেই ভারতে পিস টিভি সম্প্রচারের অনুমতি দেওয়া হত না ৷ কিন্তু গুলশনের হামলাকারীদের বক্তব্যের পর আরও সতর্ক প্রশাসন ৷
একইসঙ্গে চার-চারটি তদন্তের মুখে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। মুম্বই পুলিশের সঙ্গে সঙ্গে জাকিরের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রক। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও জাকিরের টাকার যোগান খতিয়ে দেখছে ইকনমিক অফেন্স উইংস।
সৌদি আরবের ৩টি সংস্থা থেকে নিয়মিত টাকা পেতেন জাকির। কেন এই টাকা দেওয়া হত, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ হওয়ায় আরও অস্বস্তিতে জাকির নায়েক ৷ যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করেছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh Ban, Dhaka Terror Attack, Islam Preacher, Mumbai, Peace TV Ban, Zakir Naik