1 Crore BMW in River: নদীতে ভাসছে ১ কোটি টাকার BMW গাড়ি! কোনও দুর্ঘটনা নয়, কারণ খুব বেদনাদায়ক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Karnataka Incident: গাড়িটি জল থেকে তুলে এনে তদন্ত শুরু করে পুলিশ৷
#বেঙ্গালুরু: কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটনার নদীতে ভেসে যাচ্ছে একটি লাল রঙের বিএমডব্লিউ (BMW) গাড়ি যা দেখে হতবাক স্থানীয়রা। নদীতে গাড়ি ভাসতে দেখে প্রথমে দুর্ঘটনা ভেবে পুলিশকে খবর দেন এলাকার মানুষ। ভেসে যাওয়া বিলাশবহুল গাড়ির মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা, সেই সন্দেহ হয় অনেকের৷ ফলে সেই খোঁজ নিতে নদীতে ডুব দিয়ে উদ্ধারকর্মীদের সতর্ক করে স্থানীয় লোকজন।
advertisement
উদ্ধারকর্মীরা নিশ্চিত করেন যে গাড়ির ভিতরে কেউ নেই৷ তাতে কিছুটা স্বস্তি মেলে সকলের৷ পরে পুলিশ এসে নদীতে ভাসতে থাকা গাড়িটিকে উদ্ধার করে। জানা যায় যে গাড়িটি BMW X6। ভারতীয় বাজারে যার দাম প্রায় ১কোটি ৩০ লক্ষ টাকা! কীভাবে এত দামী গাড়ি পড়ল জলে? কোনও পথদুর্ঘটনার কথাও জানতে পারেননি স্থানীয়রা৷ তাহলে হল কী?
advertisement
গাড়িটি জল থেকে তুলে এনে তদন্ত শুরু করে পুলিশ৷ কর্নাটকের পরিবহণ দফতর থেকে পাওয়া তথ্যে অনুযায়ী, গাড়িটি বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউটে বসবাসকারী এক ব্যক্তির। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও আধিকারিকরা কোনও সঠিক উত্তর পাননি। তবে, তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তার মায়ের মৃত্যুর পরে থেকেই হতাশায় ভুগতে শুরু করেন তিনি৷ এতটাই হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি যে নিজের অত্যন্ত দামি বিএমডব্লিউ এসইউভিটি জলে ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন!
advertisement
বাড়ির সদস্যদের বক্তব্য রেকর্ড করার পর পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ কোনও অভিযোগ নথিভুক্ত করা হয়নি এবং জলে ভাসা BMW X6 SUVটি ওই ব্যক্তির পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। BMW এর X6 SUV হল বিলাসবহুল গাড়ি ব্র্যান্ডের সবচেয়ে দামি গাড়িগুলির মধ্যে একটি৷ ভারতে এই মডেলের দাম ১ কোটি ৫ লক্ষ টাকা থেকে শুরু হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 11:46 AM IST