Uttarakhand: ২৪ ঘণ্টা শেষে উত্তরাখণ্ডের তুষারধস থেকে উদ্ধার ৫০ জন, মৃত ৪ শ্রমিক

Last Updated:

পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়, কিন্তু তারপরেও উত্তরাখণ্ডের বদ্রিনাথের অদূরে মানা গ্রামে উদ্ধারকাজ এখনও চলছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), ভারতীয় সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। কিন্ত, দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে।

উত্তরাখণ্ডে তুষারধস। (প্রতীকী ছবি)
উত্তরাখণ্ডে তুষারধস। (প্রতীকী ছবি)
চামোলী: পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়, কিন্তু তারপরেও উত্তরাখণ্ডের বদ্রিনাথের অদূরে মানা গ্রামে উদ্ধারকাজ এখনও চলছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), ভারতীয় সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। কিন্ত, দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে।
এরমধ্যেই ২৪ ঘণ্টা শেষে শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। তুষারধসে এখনও আটকে পাঁচ জন।
শুক্রবার উত্তরাখণ্ডের চামোলী জেলার মানা গ্রামে প্রবল তুষারধস নামে। ওই গ্রামেরই বর্ডার রোড অর্গানাইজ়েশন বা বিআরও-র অন্তত ৫৫ জন শ্রমিক আটকে পড়েন। তাঁদেরই এক ক্যাম্পের কাছে তুষারধসের ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার বার বার বাধা পায় উদ্ধারকাজে। এলাকায় ছয় থেকে সাত ফুট পুরু চাদরে ঢেকে যায়। সেই সঙ্গে অবিরাম তুষারপাত। দৃশ্যমানতা কম থাকায় উদ্ধারকাজে সমস্যা দেখা যায়। সেখানে নামানো যায়নি হেলিকপ্টারও। শুক্রবার রাত পর্যন্ত ৩২ জন শ্রমিককে তুষারধসের মধ্যে থেকে বার করে আনা সম্ভব হলেও সারা রাত সেখানে প্রায় ২৫ জন আটকে ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ-লক্ষ ট্রেন চলে,আজও ১টি রেল লাইনের জন্য ব্রিটিশ সরকারকে কোটি টাকা দেয় ভারত
আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ার পরেই শনিবার সকাল থেকেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে হেলিকপ্টার নামায় সেনা। উদ্ধার হওয়া শ্রমিকদের জোশীমঠের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, আহত শ্রমিকদের মধ্যে চার জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
advertisement
আরও পড়ুন: গুজরাটে ‘দৃশ্যম’ স্টাইলে খুন! ১৩ মাস পর ধরা পড়ল চতুর খুনি, অপরাধীকে ধরতে নাজেহাল পুলিশ…
মানায় তুষারধসে আটকে পড়া ৫৫ জন শ্রমিকের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে চামোলী পুলিশ। তালিকায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারের ১১ জন করে শ্রমিক রয়েছেন। এ ছাড়া হিমাচল প্রদেশের সাত জন, জম্মু ও কাশ্মীরের এক জন এবং পঞ্জাবের এক জন শ্রমিক রয়েছেন। বাকি ১৩ জন শ্রমিকের ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand: ২৪ ঘণ্টা শেষে উত্তরাখণ্ডের তুষারধস থেকে উদ্ধার ৫০ জন, মৃত ৪ শ্রমিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement