Atal Setu Accident: উদ্বোধনের পর অটল সেতুতে প্রথম দুর্ঘটনা, রেলিংয়ে ধাক্কা মেরে পাল্টি খেল গাড়ি! শিউরে ওঠা ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Atal Setu Accident: উদ্বোধনের ১০ দিনের মাথায় রবিবার প্রথম গাড়ি দুর্ঘটনার সাক্ষী হল অটল সেতু। একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে সেই দুর্ঘটনার ভিডিও।
মুম্বই: গত ১২ জানুয়ারি উদ্বোধন হয়েছে সমুদ্রের উপর দেশের দীর্ঘতম সমুদ্র সেতু। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্র সফরে গিয়ে মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক (এমটিএইচএল)-এর উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের ১০ দিনের মাথায় রবিবার প্রথম গাড়ি দুর্ঘটনার সাক্ষী হল এই ব্রিজ। একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে সেই দুর্ঘটনার ভিডিও।
দেখা গিয়েছে, লাল একটি ছোট গাড়ি প্রচণ্ড গতিতে এসে ডানদিকের রেলিংয়ে ধাক্কা মারে এবং একাধিকবার পাল্টি খায়। ঘটনাটি ঘটে এদিন দুপুর ৩টে নাগাদ। দুই মহিলা ও শিশুদের নিয়ে গাড়িটি চিরলের দিকে যাচ্ছিল। যদিও দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।
First Accident on MTHL!
In Ravi Shashtri’s words: Thodi der ke liye….(those who know, know)
Literally https://t.co/UK0TJfL7Kb
— Roads of Mumbai (@RoadsOfMumbai) January 21, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: সকাল না বিকেল, কোন সময় হাঁটা শরীরের জন্য সবচেয়ে ভাল জানেন? চিকিৎসকের পরামর্শ জানুন
মহারাষ্ট্রের এই ব্রিজ দেশের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে অন্যতম। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই ব্রিজ সংযোগ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। ২১.৮ কিলোমিটারের এই মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসাবে পরিচিত, তা মুম্বইবাসীদের জন্য একাধিক সুবিধা এনেছে।
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে সেতুটির নামকরণ করা হয়েছে ‘অটলবিহারী বাজপেয়ী সেওয়ারি-নভ সেবা অটল সেতু’। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে। বাকি ৫.৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে প্রসারিত। সমুদ্রের উপর এত দীর্ঘ সেতু এ দেশে আর নেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2024 10:59 PM IST