নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন৷ ইতিমধ্যেই ভোট পর্ব ঘিরে কড়া নিরাপত্তার আচ্ছদন দুই রাজ্যে৷ একই সঙ্গে ভোটপর্ব চলছে ছত্তিশগঢ়েও৷ এখনও পর্যন্ত ৪৫% ভোট পড়েছে মধ্যপ্রদেশে এবং সকাল ১১ পর্যন্ত ছত্তিশগঢ়ে পড়েছে ১৯.৬৫% ভোট।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থীর সংখ্যা ২,৫৩৩ জন। মোট ২৩০ টি আসনের জন্য প্রার্থীদের মধ্যে চলবে লড়াই। নকশাল প্রভাবিত এলাকা ছাড়া সমস্ত বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলবে। নকশাল প্রভাবিত এলাকাগুলিতে ভোটের সময় সকাল ৭ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। ডিসেম্বরের ৩ তারিখে ভোট গণনা পর্ব শুরু হবে।
স্পর্শকাতর ভোটকেন্দ্রর সংখ্যা ১৭ হাজার ৩২টি। ৩৭১টি বুথ যুবকদের দ্বারা পরিচালিত হবে। ৬০টি গ্রিন বুথ করা হয়েছে।
#WATCH | Madhya Pradesh Elections | Heavy security deployed outside polling booths 147-148 of Dimani Assembly constituency, in Mirghan, Morena where one person was injured in an incident of stone pelting. The situation is now under control. https://t.co/2Fc0HRQwV3 pic.twitter.com/4BywZtlUrE
#WATCH | Durg: Chhattisgarh Assembly elections: Chhattisgarh CM and Congress candidate from Durg assembly constituency Bhupesh Baghel cast his vote at polling booth number 57 in Kuriddih village. pic.twitter.com/LRvCHMeyTh
মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকা থেকে ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশের ছত্তরপুরে হামলার খবর সামনে এসেছে। ছত্তরপুরের ঘটনায় বিজেপিকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পাশাপাশি মধ্যপ্রদেশের দিমানিতে পাথর ছোঁড়া হয় বলে খবর।
advertisement
ছত্তিশগঢ়ে ৭০ টি আসনে লড়াই চলবে। মোট প্রার্থী সংখ্যা ৯৫৮। প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত হয়েছিল এই রাজ্য। মাও অধ্যুষিত এলাকাগুলি থেকে একাধিকবার হামলার খবর এসেছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ছত্তিশগড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট দিয়েছেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।