Assembly Election 2023: রাত পোহালেই মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে ভোট! বুথে বুথে কড়া নিরাপত্তা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Assembly Election 2023: শুক্রবার এক দফায় ২৩০টি বিধানসভা আসনে ভোট হবে।
ভোপাল: রাত পোহালেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। শুক্রবার এক দফায় ২৩০টি বিধানসভা আসনে ভোট হবে। ৬৪,৫২৩টি বুথে ভোট হতে চলেছে মধ্যপ্রদেশে। নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার এবং রিটার্নিং অফিসারদের সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে বলেছে।
এই অ্যাপে পোলিং সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর বুথগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১৭ হাজার স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে। ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে অর্ধেক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হবে বলে খবর।
advertisement
advertisement
মধ্যপ্রদেশে মোট বিধানসভা কেন্দ্র ২৩০টি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২,৫৩৩ জন। আটার বিধানসভায় সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন।
স্পর্শকাতর ভোটকেন্দ্রর সংখ্যা ১৭ হাজার ৩২টি। ৩৭১টি বুথ যুবকদের দ্বারা পরিচালিত হবে। ৬০টি গ্রিন বুথ করা হয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রদেশের পাশাপাশি ছত্তিশগড়ের ৭০টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে। প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত হয়েছিল এই রাজ্য। মাও অধ্যুষিত এলাকাগুলি থেকে একাধিকবার হামলার খবর এসেছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ছত্তিশগড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 8:25 PM IST