Assembly Election 2022: উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড-গোয়া নির্বাচন: বিকাল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Assembly Election 2022: এদিন বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
#নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে ২০২২ এর মহারণ। আজ, ১৪ ফেব্রুয়ারি দিনটি ছিল দেশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একইদিনে তিন রাজ্যে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন উত্তর প্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, তেমনই গোয়া ও উত্তরাখণ্ডেও এক দফাতেই ভোটপর্ব মিটিয়ে ফেলছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে।
এদিন বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। অন্যদিকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) দ্বিতীয় ধাপে ৬০.৪৪% ভোট পড়েছে পড়েছে।
Goa recorded 75.29% voter turnout and Uttarakhand 59.37% till 5 pm, shows Election Commission data Uttar Pradesh witnessed 60.44% voting in the second phase of Assembly elections
— ANI (@ANI) February 14, 2022
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে যে তিনটি রাজ্যে নির্বাচন হয় আজ, প্রত্যেকটিতেই শাসক দলের ভূমিকায় রয়েছে বিজেপি। প্রধান বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস। এছাড়াও আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলিও রাজ্যের গণ্ডি পার করে ভিনরাজ্যে নিজেদের বিস্তার ছড়ানোর লড়াইয়ে নেমেছে।
advertisement
গোয়া (Goa Assembly Vote 2022) ও উত্তরাখণ্ডে (Uttarakhand Assembly 2022) এক দফাতেই যথাক্রমে ৪০ ও ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে সোমবার। অন্যদিকে, উত্তর প্রদেশে (Uttar Pradesh Assembly Election) দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরে ছিল সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বরৈলি ও শাহজাহানপুর।
advertisement
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫.২৯% এবং উত্তরাখণ্ডে ৫৯.৩৭% ভোট পড়ল। অন্যদিকে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬০.৪৪% ভোট পড়েছে এদিন (Assembly Election 2022)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 9:40 PM IST