Assam flood: ৭ লক্ষ মানুষ বন‍্যা কবলিত, মৃত ১৯! পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা, অসমের বন‍্যা নিয়ে হিমন্তকে ফোন মোদির

Last Updated:

Assam flood: ভয়াবহ বন‍্যায় ইতিমধ‍্যেই ১৯ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছে, আহত প্রায় ৩০। অসমে প্রায় ২১টি জেলায় প্রায় সাত লক্ষ মানুষ ইতিমধ‍্যে বন্যার কবলে।

৭ লক্ষ মানুষ বন‍্যা কবলিত, মৃত ১৯! পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা, অসমের বন‍্যা নিয়ে হিমন্তকে ফোন মোদির
৭ লক্ষ মানুষ বন‍্যা কবলিত, মৃত ১৯! পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা, অসমের বন‍্যা নিয়ে হিমন্তকে ফোন মোদির
অসম: ক্রমশ অবনতির পথে অসমের বন‍্যা পরিস্থিতি। একটানা বৃষ্টির ফলে পড়শি রাজ‍্যের একাধিক এলাকা জলমগ্ন। ভয়াবহ বন‍্যায় ইতিমধ‍্যেই ১৯ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছে, আহত প্রায় ৩০। অসমে প্রায় ২১টি জেলায় প্রায় সাত লক্ষ মানুষ ইতিমধ‍্যে বন্যার কবলে। অসমের বন‍্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অসমের মুখ‍্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘ বানভাসী এলাকার মানুষদের কষ্টের কথা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রশাসনকে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা বন‍্যা পীড়িত প্রত‍্যেক পরিবারকে সমস্তরকমভাবে সাহায‍্য করব।’’
advertisement
advertisement
কেবল অসম নয়, গোটা উত্তরপূর্ব ভারত জুড়েই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বন‍্যা পরিস্থিতি। রাজ্যজুড়ে ৫১১টি ত্রাণ শিবিরে ৩৯,০০০ এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র-সহ ৯টি প্রধান নদী বিপদসীমার উপরে বইছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলেই সূত্রের খবর। বন‍্যার ফলে চাষাবাদেরও ব‍্যাপক ক্ষতি হয়েছে বলেই খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
Assam flood: ৭ লক্ষ মানুষ বন‍্যা কবলিত, মৃত ১৯! পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা, অসমের বন‍্যা নিয়ে হিমন্তকে ফোন মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement