Cyclone Asani: রথটা সোনার নাকি! সাইক্লোন অশনিতে উত্তাল সমুদ্রে কি ভেসে এল, ভাইরাল ভিডিও

Last Updated:

বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া সাইক্লোন অশনির কারণে সমুদ্র উত্তাল হয়৷ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের উপকূলে একটি তুফানি লহর তৈরি হয়৷

Viral Video: asani cyclone effect chariot like golden colour structure washed to andhra pradesh shore
Viral Video: asani cyclone effect chariot like golden colour structure washed to andhra pradesh shore
#বিশাখাপত্তনম: সমুদ্রের সম্পর্কে জানা একটা কথা যে সাগর কোনও কিছু গ্রহণ করে না৷ যা নেয় তা ঠিক কিছু না কিছু ভাবে ফেরত পাঠিয়ে দেয়৷ বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া সাইক্লোন অশনির কারণে সমুদ্র উত্তাল হয়৷ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের উপকূলে একটি তুফানি লহর তৈরি হয়৷ সেই সময়েই একটাই জিনিস বয়ে আসে৷ যা দেখে সকলে হতবাক হয়ে যেতে হয়৷ এটা একটা সোনার রঙের রথ৷ সোনার রঙের পরত দেখে সকলে হতবাক হয়ে যায়৷ কিন্তু এই সোনার বরণ রথ কোথা থেকে কীভাবে এখানে এল তা নিয়ে কারোর কোনও আন্দাজ নেই৷
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ি , এই রথ শ্রীকাকুলাম জেলার সূন্নাপল্লীর তটে পাওয়া যায়৷ মঙ্গলবার সন্ধ্যায় সমুদ্রে বয়ে এটা এসে যায়৷ লোক যখন সমুদ্রে এতবড় সোনালি রঙের জিনিসটা বইতে দেখেন তখন সেটাকে উত্তাল সমুদ্রে নেমেই টানতে টানতে নিয়ে আসেন৷ কিছুক্ষণের মধ্যেই এই খবর আগুনের গতিতে ছড়িয়ে পড়ে৷ বড় সংখ্যায় লোক ওই জায়গায় পৌঁছে যান৷ সংবাদ সংস্থা এএনআই অনুযায়ি এই ভিডিও দিয়েছে৷ সেখানে দেখা গেছে রথটি দেখতে খুবই সুন্দর৷ মাথার ওপরদিকটা মনেস্ট্রি ধাঁচের৷ তাতে সোনালি রঙের আবরণ দেওয়া আছে৷ এটা এমনভাবেই তৈরি যাতে জলে পড়লে ভাসতে পারে৷
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও  (Viral Video)
advertisement
টাইমস অফ ইন্ডিয়া -র মত অনুযায়ি এই রথ মায়নামার, মালয়শিয়া, থাইল্যান্ডের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্কিত৷ সাইক্লোনের কারণে প্রথমে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে৷ এমত অবস্থায় মনে হচ্ছে মায়নামার, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়ার মতো আন্দামান সাগরের কাছের দেশ থেকে এসেছে৷
সাইক্লোন অশনির প্রভাব ভয়ঙ্কর হয়েছে সমুদ্রের মধ্যে৷ তবে কেউ কেউ আবার বলছেন অন্য কোনও দূরের দেশ থেকে এই রথ ভেসে আসেনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Asani: রথটা সোনার নাকি! সাইক্লোন অশনিতে উত্তাল সমুদ্রে কি ভেসে এল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement