Arvind Kejriwal Chargesheet: আবগারি দুর্নীতি কাণ্ডে 'সরাসরি' যোগ! কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক সিবিআই

Last Updated:

Arvind Kejriwal Chargesheet: চার্জশিটে সিবিআই-এর দাবি কেজরিওয়ালের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী। বিনিময়ে ব্যবসা বাড়াতে নানা সুবিধা নিয়েছিলেন। চার্জশিট দাখিলের ফলে তদন্তের গতি যে আবারও নতুন করে বাড়বে তা বলাই বাহুল্য।

কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট
কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট
নয়াদিল্লি: সোমবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই (CBI)। সোমবার দিল্লির রাউস এভিনিউ আদালতে ওই চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে। এর ফলে আসন্ন বিধানসভা ভোটের আগে সিঁদুরে মেঘ দেখছে আপ।
সূত্রের খবর, চার্জশিটে সিবিআই-এর দাবি কেজরিওয়ালের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী। বিনিময়ে ব্যবসা বাড়াতে নানা সুবিধা নিয়েছিলেন। চার্জশিট দাখিলের ফলে তদন্তের গতি যে আবারও নতুন করে বাড়বে তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
উল্লেখ্য, আগেই এই মামলায় একটি প্রধান এবং চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটগুলিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলঙ্গানার বিধান পরিষদের সদস্য কে কবিতা এবং অন্য কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। চূড়ান্ত চার্জশিটে সরাসরি দুর্নীতির জন্য কেজরিকেই অভিযুক্ত করা হল। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে।
advertisement
সিবিআই সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে ২০২১ সালের ১৬ মার্চ দিল্লির সচিবালয়ে কেজরিওয়ালের দফতরে গিয়ে দেখা করেছিলেন ব্যবসায়ী মাগুনতা শ্রীনিবাসুলু রেড্ডি। উদ্দেশ্য ছিল দিল্লিতে মদের ব্যবসার প্রসারে কেজরির কাছে সাহায্য প্রার্থনা। সিবিআইয়ের দাবি, কে কবিতার মাধ্যমে রেড্ডিকে সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে কথা হয় এরপরেই। এমনও দাবি, পরিবর্তে আম আদমি পার্টিকে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কেজরিওয়াল। সেই মতো দলের শীর্ষনেতা এবং সরকারি আধিকারিকদের প্রায় ৯০ থেকে ১০০ কোটি টাকা অনুদান হিসাবে আগাম দিয়েছিলেন রেড্ডি। দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal Chargesheet: আবগারি দুর্নীতি কাণ্ডে 'সরাসরি' যোগ! কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক সিবিআই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement