India Alliance: বাংলার পর পঞ্জাবেও ভেস্তে গেল ইন্ডিয়া জোট! একাই লড়বে আপ, ঘোষণা কেজরীওয়ালের

Last Updated:

আগামী ১৩ ফেব্রুয়ারি ফের আপের একটি বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই গোয়া, হরিয়ানা, গুজরাতে দলের রণকৌশল ঠিক করবে৷

এবার কংগ্রেসকে ধাক্কা দিলেন অরবিন্দ কেজরীওয়াল৷ ছবি- পিটিআই
এবার কংগ্রেসকে ধাক্কা দিলেন অরবিন্দ কেজরীওয়াল৷ ছবি- পিটিআই
চণ্ডীগড়: বাংলার পর এবার অসমেও ধাক্কা খেল ইন্ডিয়া জোট৷ বিরোধী জোটকে ফের বড় ধাক্কা দিলেন অরবিন্দ কেজরীওয়াল৷ আম আদমি পার্টির প্রধান জানিয়ে দিলেন, পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না আপ৷ পঞ্জাবের তেরোটি আসনেই একা লড়বে আম আদমি পার্টি৷
পঞ্জাবে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে আপ-ই৷ ফলে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের শর্ত মানতে চাননি অরবিন্দ কেজরীওয়াল, ভগবন্ত মানরা৷ ফলে পঞ্জাবে জোট হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ এরই মধ্যে অসমেও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে দেন কেজরীওয়াল৷ পঞ্জাবে জোট ভেস্তে যাওয়ার পর দিল্লি সহ আরও বেশ কিছু রাজ্যে আপ বিরোধী জোটের পথে কাঁটা ছড়িয়ে দেয় কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
advertisement
advertisement
এ দিন পঞ্জাবের খান্নায় একটি জনসভায় কেজরীওয়াল বলেন, ‘দু বছর আগে বিধানসভা ভোটে ১১৭টি আসনের মধ্যে আপনারা ৯২টি আসনে আমাদের জিতিয়েছিলেন৷ আমি আবার আপনাদের আশীর্বাদ চাইছি৷ পঞ্জাবের ১৩টি আসনের পাশাপাশি চণ্ডীগড় আসনটিতেও প্রার্থী দেবে আপ৷ কেজরীওয়াল বলেন, আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন৷ চণ্ডীগড়কে ধরলে পঞ্জাবে ১৪টি লোকসভা আসন রয়েছে৷ সবকটি আসনেই আপ প্রার্থী দেবে৷ আগামী ১০-১৫ দিনের মধ্যেই সব আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে৷’
advertisement
এ দিন কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি কেজরীওয়াল৷ তিনি বলেন, ‘কংগ্রেস এত বছর ধরে শাসন করেছে৷ আপনারা যদি বলেন কংগ্রেসের একটা ভাল কাজ বলতে, আমার মনে পড়বে না৷ অকালি দল এত বছর ক্ষমতায় ছিল, তাদের কোনও ভাল কাজের কথা আপনাদের মনে পড়বে না৷’
আগামী ১৩ ফেব্রুয়ারি ফের আপের একটি বৈঠক রয়েছে৷ সেই বৈঠকেই গোয়া, হরিয়ানা, গুজরাতে দলের রণকৌশল ঠিক করবে৷ ইতিমধ্যেই গুজরাতের ভারুচ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপ৷ ফলে এই তিন রাজ্যেও আপ কংগ্রেসের সঙ্গে আদৌ সমঝোতার পথে হাঁটবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Alliance: বাংলার পর পঞ্জাবেও ভেস্তে গেল ইন্ডিয়া জোট! একাই লড়বে আপ, ঘোষণা কেজরীওয়ালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement