PNB Case: দেশে ফিরতেই হবে মেহুল চোকসিকে, নাগরিকত্ব বাতিল করছে অ্যান্টিগুয়া

Last Updated:

অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি এক বিবৃতিতে জানিয়েছেন, মেহুল চোকসিকে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছিল৷ বাস্তব হল, মেহুলের নাগরিকত্ব তুলে নেওয়া হবে৷ এবং ভারতের হাতে তুলে দেওয়া হবে৷

#নয়াদিল্লি: ভেবেছিলেন বিদেশি নাগরিক হয়ে পার পেয়ে গেলেন৷ কিন্তু শেষরক্ষা হল না৷ পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসির নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিল অ্যান্টিগুয়া৷ যার নির্যাস, মেহুলের অ্যান্টিগুয়ান নাগরিকত্ব চলে গেলেই ভারত তাকে সহজেই দেশে প্রত্যর্পণ করতে পারবে৷ সিবিআই ও ইডি-র মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে পিএনবি কাণ্ডে মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদির মামা মেহুল৷
অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি এক বিবৃতিতে জানিয়েছেন, মেহুল চোকসিকে অ্যান্টিগুয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছিল৷ বাস্তব হল, মেহুলের নাগরিকত্ব তুলে নেওয়া হবে৷ এবং ভারতের হাতে তুলে দেওয়া হবে৷ 'অ্যান্টিগুয়াকে অপরাধীদের সুরক্ষিত জায়গা তৈরি করার চেষ্টা আমরা করছি না৷ এমন এক অপরাধী, যে আর্থিক দুর্নীতি করেছে৷ আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে চোকসির৷ কিন্তু আমি নিশ্চিত করেই বলছি, আইনের সব রকম প্রক্রিয়া শেষ হলে, মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা হবেই৷'
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জানিয়েছিলেন, ভারতে ফেরার ধকল তিনি নিতে পারবেন না। এমনকি এও বলেছিলেন, ভারতে ফিরলে তাঁর গণপিটুনির ভয় রয়েছে৷ ভারতে ফিরলে, তা এর জবাবে চোকসিকে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছে ইডি। আইনি রক্ষাকবচের মেয়াদ ফুরোলেই তাঁর অ্যান্টিগার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাউনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PNB Case: দেশে ফিরতেই হবে মেহুল চোকসিকে, নাগরিকত্ব বাতিল করছে অ্যান্টিগুয়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement