Anti-Valentine's Week 2022: থাপ্পড় থেকে বিচ্ছেদ দিবস, জেনে নিন প্রেম বিরোধী সপ্তাহের খুঁটিনাটি...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Anti-Valentine's Week 2022: ভ্যালেন্টাইনস সপ্তাহ শেষ হয় অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহে এসে। যাদের পুরো সপ্তাহে ভালবাসা খুঁজে পাওয়ার অভিজ্ঞতা ছিল না, এটা তাদের।
ভ্যালেন্টাইন্স সপ্তাহ বিশ্বজুড়ে উদযাপিত হয়েছিল এবং এটি ছিল ভালবাসা, স্নেহ এবং আবেগে পূর্ণ। ভ্যালেন্টাইন সপ্তাহের পরেই রয়েছে ভ্যালেন্টাইনস-বিরোধী সপ্তাহ (Anti Valentines' Week) ।
ভ্য়ালেন্টাইনস্ সপ্তাহকে যদি আপনি গুরুত্ব দিয়ে থাকেন, তবে যে অ্য়ান্টি ভ্য়ালেন্টাইনস্ কেও (Anti Valentines' Week) দিতে হবে। কী দেবেন তো? তবে এটি প্রতীকী উপায়ে উদযাপন করা উচিত, আক্ষরিক অর্থে নয়।
ভ্যালেন্টাইনস সপ্তাহ শেষ হয় অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহে এসে। যাদের পুরো সপ্তাহে ভালবাসা খুঁজে পাওয়ার অভিজ্ঞতা ছিল না, এটা তাদের। আশ্চর্যের কথা, বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ এই অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহের জন্যই অপেক্ষা করছে। অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে (Slap Day 2022) দিয়ে।
advertisement
advertisement
জেনে নিন প্রেম বিরোধী সপ্তাহের খুঁটিনাটি
থাপ্পড় দিবস- ১৫ ফেব্রুয়ারি (Slap Day 2022: February 15, 2022)
লাথি দিবস - ১৬ ফেব্রুয়ারি (Kick Day 2022: February 16, 2022)
সুগন্ধি দিবস- ১৭ ফেব্রুয়ারি (Perfume Day 2022: February 17, 2022)
ফ্লার্ট দিবস - ১৮ ফেব্রুয়ারি (Flirt Day 2022: February 18, 2022)
advertisement
স্বীকারোক্তি দিবস - ১৯ ফেব্রুয়ারি (Confession Day 2022: February 19, 2022)
স্মরণ দিবস - ২০ ফেব্রুয়ারি (Missing Day 2022: February 20, 2022)
বিচ্ছেদ বিবস- ২১ ফেব্রুয়ারি (Break-up Day 2022: February 21, 2022)
advertisement
অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে দিয়ে। ১৫ ফেব্রুয়ারী স্ল্যাপ ডে পালিত হয়। আপনি যদি ভ্যালেন্টাইনস ডে এর ধারণা অপছন্দ করেন তবে এই দিনটি আপনার জন্য। আপনি যদি ভালবাসায় যন্ত্রণা পেয়ে থাকেন, তাহলে স্ল্যাপ ডে (Slap Day 2022) আপনার। তবে কাউকে 'আক্ষরিকভাবে' চড় মারবেন না।
সবাই সুখী সম্পর্কে নেই। কিক ডে একটি তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার আদর্শ সময়। তবে সবটাই প্রতীকী। আক্ষরিক অর্থে কোনও শারীরিক নির্যাতন কাম্য় নয় কিন্তু।
advertisement
সুগন্ধি দিবসে সব নেতিবাচকতার গন্ধকে সরিয়ে দিন, আর নিজে হয়ে উঠুন সুগন্ধি।
এরপরে ফ্লার্ট দিবস। নতুনভাবে মেলামেশা করুন, হ্য়াং আউট করুন, ঘুরে বেড়ান।
স্বীকারোক্তির দিনে নিজের ভুল স্বীকার করে আরও একবার নিজেকে সুযোগ দিন।
স্মরণ দিবসে মনে করুন আপনার এককালের প্রিয় মানুষকে। তবে মনখারাপ করে বসে না থেকে এগিয়ে যান নিশ্চিন্তে।
advertisement
আর শেষ দিনে বিরতি নিন। শেষ করুন আপনার তিক্ত সম্পর্ক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 3:17 PM IST