কৃষকদের সমর্থনে দিল্লিতে আন্দোলনের হুঙ্কার আন্না হাজারের

Last Updated:
#মুম্বই: অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের জন্য তিনি সর্বদা প্রস্তুত৷ গোটা দেশ এভাবেই চেন্নে সমাজকর্মী আন্না হাজারেকে৷ ৮৩ বছরের 'যুবক' ফের একবার আসরে৷ দিল্লী সীমান্তে অবস্থানরত কৃষকদের পাশেই আছেন তিনি৷ আন্না এবার হুঙ্কার ছেড়ে বললেন, যদি কৃষকদের দাবি না-মেটানো হয়, তাহলে তিনি আগামি মাসে দিল্লিতে আন্দোলন শুরু করবেন৷
কৃষকদের সমর্থনে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগম সিদ্ধি গ্রামে অনশন করেছিলেন আন্না৷ গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, কেন্দ্র যদি এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহ তাঁর দাবি পূরণ না করে তাহলে তিনি ফের অনশন শুরু করবেন৷ আন্না বলেছেন, কেন্দ্র এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ মানলেই কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে৷ আন্নার দাবি শাকসবজি, ফল ও দুধের ন্যূনতম সহায়তা মূল্য (এমএসপি )ও নির্ধারণ করতে হবে৷ নাহলে আন্নার পরের স্টেশনই হবে দেশের রাজধানী৷
advertisement
advertisement
অন্যদিকে আগামিকাল ফের একবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র৷ ওদিন দুপুর ২ টো'র সময় দিল্লির বিজ্ঞান ভবনে আন্দোলনরত ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনায় বসবে৷ কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল বলছেন, "সরকার খোলা মনে ও পরিস্কার উদ্দেশ্যে প্রাসঙ্গিক ইস্যু নিয়ে যৌক্তিক সমাধান বার করতে বদ্ধপরিকর৷ " ইতিমধ্যে সরকারের সঙ্গে পাঁচ দফায় বৈঠক হয়ে গিয়েছে কৃষক সংগঠনগুলির৷ কিন্তু এখনও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লী সীমান্তে কৃষক আন্দোলন এখনও অব্যাহত৷ প্রায় এক মাস পার করে গিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি৷ আগামিকালের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষকদের সমর্থনে দিল্লিতে আন্দোলনের হুঙ্কার আন্না হাজারের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement