কৃষকদের সমর্থনে দিল্লিতে আন্দোলনের হুঙ্কার আন্না হাজারের

Last Updated:
#মুম্বই: অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের জন্য তিনি সর্বদা প্রস্তুত৷ গোটা দেশ এভাবেই চেন্নে সমাজকর্মী আন্না হাজারেকে৷ ৮৩ বছরের 'যুবক' ফের একবার আসরে৷ দিল্লী সীমান্তে অবস্থানরত কৃষকদের পাশেই আছেন তিনি৷ আন্না এবার হুঙ্কার ছেড়ে বললেন, যদি কৃষকদের দাবি না-মেটানো হয়, তাহলে তিনি আগামি মাসে দিল্লিতে আন্দোলন শুরু করবেন৷
কৃষকদের সমর্থনে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগম সিদ্ধি গ্রামে অনশন করেছিলেন আন্না৷ গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, কেন্দ্র যদি এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহ তাঁর দাবি পূরণ না করে তাহলে তিনি ফের অনশন শুরু করবেন৷ আন্না বলেছেন, কেন্দ্র এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ মানলেই কৃষকদের আত্মহত্যা বন্ধ হবে৷ আন্নার দাবি শাকসবজি, ফল ও দুধের ন্যূনতম সহায়তা মূল্য (এমএসপি )ও নির্ধারণ করতে হবে৷ নাহলে আন্নার পরের স্টেশনই হবে দেশের রাজধানী৷
advertisement
advertisement
অন্যদিকে আগামিকাল ফের একবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র৷ ওদিন দুপুর ২ টো'র সময় দিল্লির বিজ্ঞান ভবনে আন্দোলনরত ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনায় বসবে৷ কৃষি সচিব সঞ্জয় আগরওয়াল বলছেন, "সরকার খোলা মনে ও পরিস্কার উদ্দেশ্যে প্রাসঙ্গিক ইস্যু নিয়ে যৌক্তিক সমাধান বার করতে বদ্ধপরিকর৷ " ইতিমধ্যে সরকারের সঙ্গে পাঁচ দফায় বৈঠক হয়ে গিয়েছে কৃষক সংগঠনগুলির৷ কিন্তু এখনও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি৷ কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লী সীমান্তে কৃষক আন্দোলন এখনও অব্যাহত৷ প্রায় এক মাস পার করে গিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি৷ আগামিকালের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
কৃষকদের সমর্থনে দিল্লিতে আন্দোলনের হুঙ্কার আন্না হাজারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement