Andhra Pradesh Train Accident Helpline Number: অন্ধ্রর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, চালু হল রেলের হেল্পলাইন নম্বর, জানুন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Andhra Pradesh Train Accident Helpline Number: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কমপক্ষে ৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে বলে। কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চালু হয়েছে হেল্পলাইন নম্বর।
বিশাখাপত্তনম: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দেশের আরও এক প্রান্তে দু’টি ট্রেনের সংঘর্ষ। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, একটি প্যাসেঞ্জার ট্রেন বিশাখাপত্তনম থেকে রায়গাড়া যাওয়ার পথে ভিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে গিয়েছে।
প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, কমপক্ষে ৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে বলে। কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চালু হয়েছে হেল্পলাইন নম্বর।
advertisement
08532 বিশাখাপত্তনম-পালাসা ট্রেনটির সঙ্গে 08504 বিশাখাপত্তনম-রায়াগাড়া প্যাসেঞ্জারের ভয়ানক সংঘর্ষ হয়। মূলত তিনটি কোচ ক্ষতিগ্রস্থ হয়েছে এই দুর্ঘটনায়। ইস্ট কোস্ট রেলওয়ের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। টকে পড়া যাত্রীদের সরানোর জন্য বিশাখাপত্তনম থেকে একটি ট্রেন পাঠানো হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।
advertisement
জেনে নিন হেল্পলাইন নম্বরগুলি-
Helpline Numbers regarding Train Accident between Alamanda and Kantakapalle in Vizianagaram – Kottavalasa Rly section of Waltair Division of East Coast Railway in Howrah –
Chennai Main Line.
Bhubaneswar –
0674-2301625,
2301525, 2303069
Waltair – 0891- 2885914
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 10:43 PM IST