Anant-Radhika Wedding: গ্রহ শান্তি পুজোয় অনন্তকে উষ্ণ আলিঙ্গন রাধিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনুষ্ঠানে কুলদেবী রন্ডাল মা এবং নয় গ্রহের শান্তি কামনায় পুজো করা হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গ্রহ শান্তি পুজোয় অনন্তকে উষ্ণ আলিঙ্গন রাধিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
গ্রহ শান্তি পুজোয় অনন্তকে উষ্ণ আলিঙ্গন রাধিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
মুম্বই: আজ, শুক্রবার ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। তার আগে গ্রহ শান্তি পুজো করল দুই পরিবার। অনুষ্ঠানে কুলদেবী রন্ডাল মা এবং নয় গ্রহের শান্তি কামনায় পুজো করা হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অনন্ত ও রাধিকা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান পালন করছেন।
অনুষ্ঠান উপলক্ষ্যে রাধিকা পরেছিলেন চিরাচরিত গুজরাতি শাড়ি সঙ্গে গোলাপি ব্লাউজ। কপালে ছোট্ট টিপ। মুখে হালকা মেকআপ। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় নেকপিস, কানে ম্যাচিং দুল, কপালে মাং টিকা এবং ব্রাক্ষ্মীনাথ। বিনুনি এবং সুগন্ধী গজরায় রাধিকার হাফ আপ হেয়ারস্টাইল সবার নজর কেড়েছে। অন্য দিকে, হবু বর অনন্তর পরনে ছিল লাল কুর্তা। তাতে জমকালো সোনার কাজ এবং গরুর মোটিফ। তার উপরে নেহরু জ্যাকেট।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্তর দিকে লজ্জাবনত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাধিকা। অনন্তর মুখে মিষ্টি হাসি। তিনি হাত বাড়িয়ে দিলেন। তাঁর হাত ধরার জন্য অনুরোধ করলেন রাধিকাকে। সব মিলিয়ে এক সুন্দর মুহূর্ত ফুটে উঠল পুজো অনুষ্ঠানে। পুজোয় কুলদেবী রন্ডাল মা-এর আরাধনা করে আম্বানি ও মার্চেন্ট পরিবার। অনন্ত-রাধিকার নতুন পথ চলা যেন ইতিবাচকতায় পূর্ণ হয়, কামনা করা হয় কুলদেবীর কাছে। সঙ্গে চলে নয় গ্রহের আরাধনাও। ভিডিওতে অনন্ত-রাধিকার বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তও ধরা পড়েছে। যেমন অনন্তকে বরমালা দিয়ে সাজাচ্ছেন রাধিকা, যা তাঁদের মিলনের প্রতীক। তারপর একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন দু’জন। অনন্ত ও রাধিকার মধ্যে যেন ভালবাসার সেতু রচিত হয়।
advertisement
advertisement
শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে অনন্ত-রাধিকার মূল বিবাহ অনুষ্ঠান। তবে মার্চের প্রাক বিবাহ অনুষ্ঠান থেকেই চলছে সুর বাঁধার কাজ। গত সপ্তাহে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে হবু দম্পতির জন্য সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিল আম্বানি পরিবার। অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ইন্ডিয়ান রিগাল গ্ল্যাম। তারকা-খচিত ইভেন্টে উপস্থিত ছিলেন সলমন খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, মৌনি রায়, দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী এবং বরুণ ধাওয়ান প্রমুখ।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান বুধবার মুম্বইতে আম্বানির বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। ১২ জুলাই শুভ বিবাহ বা বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মূল বিবাহের অনুষ্ঠান। এদিন অতিথিদের জন্য চিরাচরিত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে। ১৩ জুলাই শুভ আশীর্বাদের দিনও ড্রেস কোড হিসেবে রাখা হয়েছে ভারতীয় পোশাক। ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন। ওই দিন জমকালো ভারতীয় পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant-Radhika Wedding: গ্রহ শান্তি পুজোয় অনন্তকে উষ্ণ আলিঙ্গন রাধিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement