West Bengal Weather Update: ভোর থেকেই অবিরাম বৃষ্টি, সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
রবিবার রাত ৩টে থেকে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে- তপসিয়া- ৩১ মিমি, উল্টোডাঙ্গা- ৪৫ মিমি, মানিকতলা- ৪৭ মিমি, দত্তবাগান- ৫৩ মিমি, বীরপাড়া- ৫৭ মিমি, মার্কাস স্ট্রিট- ৩৯ মিমি, বালিগঞ্জ- ৭৮ মিমি, কালীঘাট- ৩৬ মিমি, চেতলা লক গেট- ৩৬ মিমি, পাটুলি- ৪১ মিমি, গার্ডেনরিচ- ৩৬ মিমি, জোকা- ২৭ মিমি, ঠনঠনিয়া- ৪৩.৬ মিমি, চিংড়িহাটা- ২৭.৫ মিমি ৷
advertisement
আপাতত ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হবে। তারপরের দুই সপ্তাহে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টির সম্ভাবনা। আগামী চার সপ্তাহের এমনটাই পূর্বাভাস জানিয়েছে ভারতের মৌসম ভবন। রবিবার রাত ৩টে থেকে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে- তপসিয়া- ৩১ মিমি, উল্টোডাঙ্গা- ৪৫ মিমি, মানিকতলা- ৪৭ মিমি, দত্তবাগান- ৫৩ মিমি, বীরপাড়া- ৫৭ মিমি, মার্কাস স্ট্রিট- ৩৯ মিমি, বালিগঞ্জ- ৭৮ মিমি, কালীঘাট- ৩৬ মিমি, চেতলা লক গেট- ৩৬ মিমি, পাটুলি- ৪১ মিমি, গার্ডেনরিচ- ৩৬ মিমি, জোকা- ২৭ মিমি, ঠনঠনিয়া- ৪৩.৬ মিমি, চিংড়িহাটা- ২৭.৫ মিমি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement