Anant Ambani-Radhika Merchant: আম্বানি আর মার্চেন্ট পরিবারের মিষ্টি সম্পর্কের গভীর বন্ধন প্রতিফলিত হল অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে, মুগ্ধ হলেন নেটিজেনরা

Last Updated:

Anant Ambani-Radhika Merchant: মহাসাড়ম্বরে উদযাপিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক-বিবাহ উৎসব। যা সংবাদমাধ্যম থেকে শুরু করে নেটমাধ্যমের সমস্ত দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে।

জামনগরঃ মহাসাড়ম্বরে উদযাপিত হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক-বিবাহ উৎসব। যা সংবাদমাধ্যম থেকে শুরু করে নেটমাধ্যমের সমস্ত দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। আর সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে আম্বানি এবং মার্চেন্ট পরিবারের মিষ্টি মুহূর্তের অসংখ্য ছবি। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।
জামনগর শহরে বসা এই মহাসমারোহে বাড়ির হবু বউমাকে সাদরে বরণ করে নিয়েছে আম্বানি পরিবার। রাধিকার সঙ্গে নীতা-মুকেশের মিষ্টি এবং গভীর সম্পর্কের দৃষ্টান্ত আমরা ভাইরাল হওয়া ছবিতে আগেই দেখতে পেয়েছি। তবে উৎসবের শেষ দিনে ছিল চমকের পর চমক। অনুষ্ঠানের শেষ রাতে বীরেন এবং শৈলা মার্চেন্টের মাঝে দেখা গেল তাঁদের হবু জামাই অনন্ত আম্বানিকে। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, বীরেন মার্চেন্ট জড়িয়ে ধরেছেন অনন্তকে। আর পাশে সহাস্যবদনে রাধিকার মা শৈলা। এর থেকেই স্পষ্ট হয়ে যায়, তাঁদের সম্পর্কের গভীরতা।
advertisement
advertisement
এর পাশাপাশি আম্বানি পরিবারের মিষ্টি সম্পর্কের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাবা মুকেশ আম্বানি এবং দিদি ইশা আম্বানির সঙ্গে মিষ্টি মুহূর্তে ধরা দিয়েছেন অনন্ত।
জামনগরে রিলায়েন্স গ্রিনস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব। সেখানে যোগ দিয়েছিলেন প্রায় ২০০০ অতিথি। এঁদের মধ্যে ছিলেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ড্য, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট ছোটবেলার বন্ধু। চলতি বছরের পরের দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant: আম্বানি আর মার্চেন্ট পরিবারের মিষ্টি সম্পর্কের গভীর বন্ধন প্রতিফলিত হল অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে, মুগ্ধ হলেন নেটিজেনরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement