Radhika Merchant: কে রাধিকা মার্চেন্ট? চিনে নিন আম্বানি পরিবারের হবু পুত্রবধূকে

Last Updated:

Radhika Merchant: এদিন মহা ধুমধামে অনুষ্ঠিত হয় রাধিকা-অনন্তের ‘গোল ধানা’ অনুষ্ঠান।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
নিউ দিল্লি: জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বাগদান সম্পন্ন হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের। জেনে নিন আম্বানি পরিবারের পুত্রবধূ সম্পর্কে।
এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের বড় মেয়ে রাধিকা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পলিটিক্স ও ইকোনমিক্স নিয়ে স্নাতকের পড়াশোনা শেষ করেছিলেন তিনি। ১৯৯৪ সালে ১৮ ডিসেম্বের জন্মগ্রহণ করেছিলেন তিনি। অন্যদিকে, রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন অনন্ত আম্বানি।
advertisement
জুন মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট-এর প্রথম বার মঞ্চে নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠান আয়োজনের মূল কর্ণধার আম্বানি পরিবার এবং মার্চেন্ট পরিবার।
advertisement
পরিবারের সকলের উপস্থিতিতে অ্যান্টিলিয়াতে একে অপরের আঙুলে আংটি পরিয়ে বাগদান সারবেন অনন্ত এবং রাধিকা। আংটি বদল করে দুই পরিবারের পাঁচ সধবা মহিলার থেকে আশীর্বাদ গ্রহণ করবেন যুগল। এদিন মহা ধুমধামে অনুষ্ঠিত হয় রাধিকা-অনন্তের ‘গোল ধানা’ অনুষ্ঠান। ‘গোল ধানা’ কথার অর্থ ধনে বীজ বা গোটা ধনে এবং গুড়।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দেওয়া হয় এই ধনে বীজ আর গুড়। এটি গুজরাতি বিয়ের সাবেকি রীতি, বাগদানের পরিচায়ক। গুজরাতি নিয়মামুসারে, এই অনুষ্ঠানে হবু বরের বাড়িতে পরিবারের সঙ্গে মিষ্টি এবং উপহারের ডালি নিয়ে হাজির হন কনে।
বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Merchant: কে রাধিকা মার্চেন্ট? চিনে নিন আম্বানি পরিবারের হবু পুত্রবধূকে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement