যে দিকে দু'চোখ যায় দুধ সাদা বরফ! তার মাঝেই ভয়ঙ্কর দৃশ্য! ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এ হন রূপশোভা যার, সেখানেও কিন্তু পদে পদে লুকিয়ে রয়েছে বিপদ। বৃহস্পতিবার সকালে এমনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল কাশ্মীরের গাণ্ডেরওয়াল জেলার সোনমার্গ।
#জম্মু ও কাশ্মীর: শীতে জবুথবু বললে কম বলা হয়। কাশ্মীর এখন পুরু সাদ বরফের চাদরে মোড়া। খুব দরকার ছাড়া ঘরের বাইরে পা রাখছে না প্রায় কেউ-ই। কিন্তু নৈস্বর্গিক শোভা দেখলে বলতে বাধ্য হবেন, 'পৃথিবীর কোথাও যদি স্বর্গ থাকে, তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে'........'গার ফিরদাউস বার-রুয়ে যামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত, হামিন আস্ত'.....
এ হন রূপশোভা যার, সেখানেও কিন্তু পদে পদে লুকিয়ে রয়েছে বিপদ। বৃহস্পতিবার সকালে এমনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল কাশ্মীরের গাণ্ডেরওয়াল জেলার সোনমার্গ। পাহাড়ের ঢাল বেয়ে হুড়মুড়িয়ে নেমে আছে ঝুড়ো বরফের স্রোত। নীচে পড়লেই নিশ্চিত মৃত্যু।
বালতাল হ্রদ সংলগ্ন জোজিলা পাসের তুষারধসের ভিডিও সামনে আসার পরে মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, তুষারকান্তির শোভা বোধহয় শুধু পর্যটকদের জন্যই, যাঁরা এখন ওই ভয়ঙ্কর শীতের মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁদের কতটা ভোগান্তি হচ্ছে, কে জানে! এদিনের তুষারধসের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তার খোঁজ নিচ্ছে স্থানীয় প্রশাসন।
advertisement
advertisement
#WATCH | Jammu and Kashmir: A snow avalanche occurred near Baltal, Zojila in Sonamarg area of Ganderbal district. No loss has been reported. pic.twitter.com/BdGLhOEOhz
— ANI (@ANI) January 12, 2023
advertisement
গত কয়েকদিন ধরেই জমাট ঠান্ডা পড়েছে কাশ্মীরে। আগামী ২৪ ঘণ্টাও ভারী তুষারপাত এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া খারাপ থাকার কারণে সড়কপথে তো বটেই, বিমান এবং রেল পরিষেবাও প্রভাবিত হচ্ছে বলে সূত্রের খবর।
advertisement
খারাপ আবহাওয়ার কারণে জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় সড়ক, শ্রীবগর-লেহ কেন্দ্রীয় সড়ক ও মুঘল রোডে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jammu and Kashmir
First Published :
January 12, 2023 1:35 PM IST