#কলকাতা: রাজ্যে দু'দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৬ ও ১৭ এপ্রিল তিনি রাজ্যে থাকবেন বলে খবর পাওয়া গিয়েছে। ১৬ তারিখ তিনি থাকবেন উত্তরবঙ্গে, ১৭ এপ্রিল তিনি থাকবেন কলকাতায়। শোনা যাচ্ছে, এই সফরে দফায় দফায় রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন অমিত শাহ।
আরও পড়ুন: বাংলাদেশের সরকারি ওষুধ রাজ্যের সরকারি হাসপাতালে! হইচই কাঁথি শহর জুড়ে...
সূত্রের খবর একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গে যাবেন বলেও খবর। দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে নানা সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার বার ছুটে গিয়েছে বিজেপির রাজ্য নেতারা। সাংসদ-বিধায়কদের দলেও বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরই রাজ্য সফর তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজীব চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah