#AmitShahToNews18: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ যেকোনও আইনি পরীক্ষায় একশোয় ১০০ পাবে, কাশ্মীর থেকে NRC, বাংলার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শাহের মন্তব্য

Last Updated:

অমিত শাহের মুখোমুখি News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশী ৷

#নয়াদিল্লি: গেমচেঞ্জার, স্বল্প কথার মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের মুখোমুখি News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশী ৷ এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে উঠে এল বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ, এনআরসি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই চিফ হওয়া থেকে আগামী বিধানসভাগুলিতে বিজেপির স্ট্র্যাটেজির মতো বিষয় ৷
সাক্ষাৎকারে অমিত শাহের মুখে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের কথা ৷‘ জাঠ সমস্যা কতটা ফ্যাক্টর ?’ প্রশ্ন করেছিলেন News18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশী ৷ শাহ উত্তরে বলেন,  ‘এখন আর এই সমস্যা নেই ৷ মোদি সরকার জাতপাতে বিশ্বাসী নয় ৷ গণতান্ত্রিক ভাবেই দেশ চলছে ৷ ষাটের দশকে এই সমস্যা ছিল, কিন্তু ছবিটা এখন বদলেছে ৷ এর পুরো কৃতিত্বই মোদির ৷’
advertisement
রাহুল যোশী: নেটওয়ার্ক 18-এ স্বাগত অমিত ভাই ৷ ৩০৫ টি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছেন ৷ দ্বিতীয়বার সরকার গঠনের জন্য অনেক শুভেচ্ছা ৷ আপনি এখন ৬ কৃষ্ণ মার্গের বাসিন্দা ৷ এই বাড়িতে থাকতেন অটলবিহারী বাজপেয়ী ৷ আপনি তাঁর সময়েও নির্বাচনের কার্যভার সামলেছেন ৷ প্রথমদিন এই বাড়িতে দিনটা কেমন ছিল ?
advertisement
advertisement
অমিত শাহ: এই বাড়িতে আমি আগেও এসেছি ৷ অটলজি থাকার সময়ও এসেছি ৷ তাঁর আশীর্বাদ নিতে আমরা আসতাম ৷ এই বাড়ির সঙ্গে অনেক অনুভূতি জড়িয়ে  ৷ আমার জন্য এই বাড়ি জানতে পেরে খুব খুশি হয়েছিলাম ৷
রাহুল যোশী: খুব সাধারণ কর্মী ছিলেন আপনি ৷ সেখান থেকে বিজেপি সভাপতি, আর আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ৷ বিজেপির দ্বিতীয় শীর্ষ নেতা ৷ কেমন লাগে এই সফরটা ?
advertisement
অমিত শাহ: এটাই বিজেপির বিশেষত্ব ৷ কাজের মানুষ সবসময় আগে থাকে ৷ দলকে ভালবাসলে, দলও আপনাকে ভালবাসবে ৷ সব মানুষের জীবনে ভাল-খারাপ থাকে ৷ এই দলে আমার মতো অনেক কর্মী আছেন ৷ যাঁরা আমার দল বিজেপিকে ভালবাসেন ৷ আমরা প্রায় সবাই তৃণমূল থেকে এসেছি ৷ বিজেপি’র জন্য শুরু থেকে ঘাম ঝরিয়েছি ৷
advertisement
রাহুল যোশী: কীভাবে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন ?অনেকেই বলেছিলেন আপনি অর্থমন্ত্রী হবেন ৷ বেশ কয়েকটি মিডিয়া তা দেখিয়েছিল ৷ মন্ত্রিসভায় এই পালাবদল কীভাবে ?
অমিত শাহ: ‘বিজেপি’তে এই জল্পনার জায়গা নেই ৷ বিশেষ করে প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র মোদি ৷ দলের মধ্যে আমরা প্রথমে ব্যক্তি ঠিক করি ৷ তারপর মন্ত্রিসভায় তাঁকে পদ দেওয়া হয় ৷ প্রধানমন্ত্রীর হাতেই থাকে এই অধিকার  ৷ তাই আমি মনে করি, জল্পনায় লাভ নেই ৷ তাতে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না ৷ বহুদিন নরেন্দ্র ভাই বিজেপি’কে দেখছেন ৷ গুজরাতের সঙ্গে দেশের সেবাও করেছেন ৷ তাই ব্যক্তিগত ভাবে অনেককে তিনি চেনেন ৷ আমার মনে হয় অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত ৷ আমার দায়িত্ব এই সিদ্ধান্তকে সম্মান দেওয়া ৷
advertisement
রাহুল যোশী: তাহলে অর্থমন্ত্রী হওয়ার খবর ?
অমিত শাহ: রিপোর্টাররা বলতে পারবেন ৷
রাহুল যোশী: আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি ৷ গত ৫ বছরে বিজেপিকে বদলে দিয়েছেন ৷ প্রধানমন্ত্রীও বলেন কৃতিত্ব আপনার ৷ দায়িত্ব আরও বাড়ছে ৷ কীভাবে সামলাবেন ?
অমিত শাহ: বিজেপি’র জন্য আমি ৷ নতুন নেতা যা বলবেন, তাই করব ৷ কর্মী হিসেবেও আমার দায়িত্ব আছে ৷ নতুন সভাপতিকে সবরকম সাহায্য করব ৷ আমি বিজেপির সাফল্য চাই ৷
advertisement
পূর্বের রাজ্যে গেরুয়া শিবিরের অবস্থান
রাহুল যোশী: পূর্বের বেশ কিছু রাজ্যে সাফল্য নেই ৷ দক্ষিণেও বিজেপির সাফল্য নেই ৷ আপনি কি তা লক্ষ্য করছেন ?
অমিত শাহ: পূ্র্ব এবং দক্ষিণ আলাদা মঞ্চ ৷ পূ্র্বে আমরা সাফল্য পেয়েছি ৷ বাংলায় লোকসভায় ১৮টি আসন জিতেছি ৷ অসম ও উত্তর-পূর্বে ভাল ফল হয়েছে ৷ ওড়িশাতেও ৮টি আসন জিতেছি ৷ দক্ষিণেও আমাদের ফল ভাল হয়েছে ৷ হ্যাঁ আমরা বড় সাফল্য পাইনি ৷ কিছু পরিস্থিতে আমরা সফল হইনি ৷ তেলঙ্গনায় পারফরম্যান্স ভাল ৷ কেরল-অন্ধ্র নিয়ে ভাবতে হবে ৷ তামিলনাড়ু নিয়েও ভাবতে হবে ৷ কর্নাটকে বরাবর আমরা ভাল করি ৷ আগামী ৫ বছরে আমরা আরও ভাল করব ৷
বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ
রাহুল যোশী: আর মাত্র দেড় বছর সময় আছে ৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন
বাংলায় পরিস্থিতি কেমন ? আপনার কী মনে হচ্ছে ?
অমিত শাহ: ‘বাংলায় বিজেপি আসছে ৷ দুই-তৃতীয়াংশ আসন পাব ৷ আমরা সরকার গঠন করব ৷
রাহুল যোশী: এই সংখ্যা নিয়ে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা ?
অমিত শাহ: ‘হ্যাঁ এই সংখ্যা নিয়ে ৷ আমি বলেছিলাম ২১ আসন পাব ৷ অনেকেই সন্দেহ প্রকাশ করেন ৷ আমরা ১৮ আসনে জিতেছি ৷ ৩টি আসনে হারের মার্জিন কম ৷ অনেক সন্ত্রাস ও রিগিং হয়েছে ৷ মানুষের মনে সন্দেহ ছিল ৷ বাংলার মনে এখন সেই সন্দেহ নেই ৷’
রাহুল যোশী: বাংলায় আপনাদের মুখ কে ?
অমিত শাহ: বাংলাতে মুখ পরে ঠিক হবে ৷ আগে আমরা শাসক হব ৷ তারপর মুখ্যমন্ত্রী ঠিক করব ৷
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা
রাহুল যোশী: সৌরভ আপনার সঙ্গে দেখা করেছেন ৷ জল্পনা তিনি মুখ হতে পারেন ৷ আবার মুকুল রায়ও আছেন ৷
অমিত শাহ: সৌরভ আমার সঙ্গে দেখা করেন ৷ রাজনীতির কোনও কথা হয়নি ৷
রাহুল যোশী: ভবিষ্যতেও কি হবে না ?
অমিত শাহ: এখন কোনও সম্ভাবনা নেই ৷
রাহুল যোশী: তাহলে ভবিষ্যতে কী ?
অমিত শাহ: অনেক কিছুই ঘটতে পারে কিন্তু এখন কিছু হচ্ছে না ৷
রাহুল যোশী: মুকুল রায় কি মুখ হবেন ?
অমিত শাহ: নির্বাচন অনেক পরে, তখন পার্টি ঠিক করবে ৷ আগে জিততে হবে ৷ তারপর মুখ ঠিক করা হবে ৷
মহারাষ্ট্র বিধানসভা ভোট
রাহুল যোশী: ইনিংসের শুরুতে সচিনও স্লো থাকতেন ৷ ৫ মাস আগে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ৷ আর শুরুতেই কাশ্মীরের মতো বিষয় ৷ সামনে মহারাষ্ট্র-হরিয়ানায় নির্বাচন ৷ কি মনে হচ্ছে দুই রাজ্যকে নিয়ে ?
অমিত শাহ: মহারাষ্ট্র খুব গুরুত্বপূ্র্ণ ৷ ৫ বছরে অনেক কিছু পাল্টেছে ৷ আমরা একা লড়াই করেছিলাম ৷ শিবসেনার সঙ্গে জোট ছিল না ৷ আমাদের সরকার সংখ্যাগরিষ্ঠ ৷ মোদি এবং ফড়ণবীশ অসাধারণ ৷ কংগ্রেস মহারাষ্ট্রকে পিছিয়ে দেয় ৷ কৃষি থেকে শিক্ষায় পিছিয়ে পড়ে ৷ ৫ বছরে আবার সব ঠিক ৷ রাজ্য সরকার ভাল কাজ করেছে ৷ কেন্দ্রের টাকা ঠিক ভাবে খরচ হয়েছে ৷ কোনও দুর্নীতির অভিযোগ নেই ৷ নেতা ফড়ণবীশ অসাধারণ ৷ বিরোধীরাও তাই বলেন ৷ কেন্দ্রেও তাই, মোদির বিরুদ্ধে দু্র্নীতি নেই ৷ আমাদের সরকার স্বচ্ছ ৷ দেশের স্বার্থে কাজ হয় ৷ ২০ বছর আমাদের টার্গেট ৷ লক্ষ্য পরিকাঠামো উন্নয়ন ৷ তিন বার মহারাষ্ট্রে গিয়েছি ৷ রাজ্যবাসী বিজেপি’র পাশে ৷
রাহুল যোশী: জোট কত আসনে জিতবে ?
অমিত শাহ: আমরা আবার সরকার গড়ব ৷ জোট দুই-তৃতীয়াংশ আসন পাবে ৷
রাহুল যোশী: বিজেপি কত আসন পাবে ?
অমিত শাহ: এখনই বলা যাচ্ছে না ৷ তবে আমরা জিতব ৷
রাহুল যোশী: বিজেপি কি একা সরকার গড়বে ?
অমিত শাহ: হ্যাঁ, তা অসম্ভব কিছু নয়৷
মহারাষ্ট্রে জোট
রাহুল যোশী: পাঁচ বছরে অনেক কিছু বদলেছে ৷ আপনি তাই দাবি করছেন ৷ শিবসেনার সঙ্গে সম্পর্কেও কি বদল ঘটেছে ?
অমিত শাহ: জোটে অনেক অঙ্ক থাকে ৷ কর্মীদের অনেক প্রত্যাশা থাকে ৷ লোকসভা আর বিধানসভা এক নয় ৷ আমাদের তা মাথায় রাখতে হয় ৷ বিধানসভায় আমরা একজোট হয়েছি ৷ জোটবদ্ধ হয়ে সরকার গড়ব ৷
রাহুল যোশী: শিবসেনা বলছে মুখ্যমন্ত্রী তাদের ৷কারণ তারা কম আসনে লড়ছে ৷ তারা এখনও এই দাবি করছে ৷
অমিত শাহ: দেবেন্দ্র বিজেপির মু্খ্যমন্ত্রী ৷ তাতে কোনও অসুবিধা নেই ৷ আর এই দাবিতে জোট ভাঙে না ৷
রাহুল যোশী: মানে কোনও দ্বিতীয় ভাবনা নেই৷ শিবসেনার জন্য উপ-মুখ্যমন্ত্রী ?
অমিত শাহ: দেবেন্দ্র ও তাঁর দল ঠিক করবে ৷ ফল দেখে আলোচনা হবে ৷
রাহুল যোশী:যদি ফল ভাল হয়, তখন কি উপমুখ্যমন্ত্রী শিবসেনার?
অমিত শাহ: সব দরজা খোলা থাকছে ৷ সংসদীয় বোর্ড ঠিক করবে ৷
হরিয়ানা বিধানসভা ভোট
রাহুল যোশী: হরিয়ানার পরিস্থিতি কী ? কত আসনে জিতবেন ?
অমিত শাহ: হরিয়ানায় পরিস্থিতি ভাল ৷ কাশ্মীরে খারিজ ৩৭০ ধারা ৷ তার ইতিবাচক প্রভাব আছে ৷ এই রাজ্যে সেনাকর্মী বেশি ৷ তাঁদের পরিবার স্বাগত জানিয়েছেন ৷ ওই রাজ্যে কোনও দুর্নীতি নেই ৷ কেন্দ্রের টাকায় ঠিকঠাক কাজ হয়েছে ৷ প্রতি জেলায় কেন্দ্রের টাকা গিয়েছে ৷ রাস্তা, পরিকাঠামোর কাজ হয়েছে ৷ কৃষকদের সমস্যা মিটেছে ৷ বিদ্যুৎ সমস্যাও মেটানো গিয়েছে ৷
রাহুল যোশী:আপনি সংখ্যা বললেন না...
অমিত শাহ: দুই-তৃতীয়াংশ নিয়ে সরকার গড়ব ৷ তাই সংখ্যা বলতে চাইছি না ৷
রাহুল যোশী: মানে আগের তুলনায় ভাল...
অমিত শাহ: অনেক ভাল ৷
দিল্লি বিধানসভা ভোট
রাহুল যোশী: দিল্লিতে বিধানসভা ভোট কবে ?
অমিত শাহ: নির্বাচন কমিশন যখন বলবে ৷ পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি ৷
রাহুল যোশী: বিজেপি’র ফল কেমন হবে ?
অমিত শাহ: আমরা ভাল ফল করব ৷ তিনটি পুরসভায় জিতেছি ৷ লোকসভা আসন দখলে আছে ৷
রাহুল যোশী: গত বছর আপানাদের মুখ ছিল না ৷ এবারও আপনাদের কোনও মুখ নেই
এটা কী আপনাদের পিছিয়ে দেবে না ?
অমিত শাহ: মুখ্যমন্ত্রীর মুখ বিজেপি ঠিক করবে?
রাহুল যোশী: তবুও কী কোনও মুখ নেই...
অমিত শাহ: জয়ের ব্যাপারে আমি নিশ্চিত ৷ আপের উপর মানুষ ক্ষুব্ধ ৷ বিজেপি-ই সরকার গড়বে ৷
অরবিন্দ কেজরিওয়াল
রাহুল যোশী: কেজরিওয়াল কৌশল বদল করেছেন ৷ আগে তিনি প্রধানমন্ত্রীকে বিঁধতেন
কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ ৷ কেজরিওয়াল প্রথম সমর্থন করলেন....
অমিত শাহ: খুব ভাল, আমরা স্বাগত জানিয়েছি ৷ তাতে কাজের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ ভোটাররা তাঁর সমর্থন দেখে ভোট দেবেন না ৷ ভোট ময়দানে পারফরম্যান্স বিচার হবে ৷
বিহার
রাহুল যোশী: বিহার নিয়ে কী ভাবছেন ? এক দেড় বছরে সেখানেও ভোট ৷ নীতীশের সঙ্গে জোট ৷ উনি শপথে আসেননি...
অমিত শাহ: উনি শপথে ছিলেন ৷
রাহুল যোশী:আমি বলতে চাইছি ৷সরকারে ওঁর যোগাযোগ কম ৷ সবসময় একটা তিক্ত সম্পর্ক ৷ বিহারে কি একলা চলো ?
অমিত শাহ:বিজেপি-জেডিইউ জোট থাকবে ৷ আমরা জোট হয়ে লড়ব ৷ নীতীশে নেতৃত্বেই লড়ব ৷ এনডিএ’তে জেডিইউ আছে ৷
রাহুল যোশী:আপনি বলছেন সব ভাল আছে, ঠিক আছে...
অমিত শাহ: জোটে মতপার্থক্য থাকে ৷ তাতে জোট ভেঙে যায় না ৷ আমরা এক ছিলাম, আছি ৷
কাশ্মীর
রাহুল যোশী:সংবাদ শিরোনামে কাশ্মীর ৷ যোগাযোগ সবে তৈরি হচ্ছে ৷ পরিস্থিতি কীভাবে ঠিক হবে ? চার মাস লাগবে, বলছেন প্রধানমন্ত্রী ৷ আপনি কী বলছেন ?
অমিত শাহ: কাশ্মীরে তিনটি বিষয় আছে ৷ সন্ত্রাস-দুর্নীতি আর দিশাহীন পরিকাঠামো ৷ আমার মতে ৩৭০ ছিল মূল কারণ ৷ এর উপর পাকিস্তানের মদত ৷ ৩৭০ এর জন্য সন্ত্রাস বেড়েছিল ৷ আমরা এটাই বন্ধ করেছি ৷ আজ কাশ্মীরে সন্ত্রাস বন্ধ ৷ দুর্নীতি দমনে কোনও আইন নেই ৷ আমরা সেই কাজ শুরু করেছি ৷ এখন ইডি, আইটি কাজ করছে ৷ নির্বাচনের পরিকাঠামো তৈরি করা হচ্ছে ৷ পঞ্চায়েত স্তরে উন্নয়ন হচ্ছে ৷ শিক্ষা-স্বাস্থ্য-পর্যটনে নজর দেওয়া হচ্ছে ৷ কাশ্মীরে কেউ আমাদের রুখতে পারবে না ৷ কাশ্মীরে আমরা উন্নয়ন আনবই ৷
রাহুল যোশী: কোনও স্পেশাল প্যাকেজ ?
অমিত শাহ: প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ৷ দু্র্নীতি বন্ধ করে তা দেওয়া হবে ৷ আমরা কাশ্মীরে কাজ করবই ৷
রাহুল যোশী: উপত্যকায় নির্বাচন প্রসঙ্গে কী বলবেন ?
অমিত শাহ: অনেক জায়গায় নির্বাচনই হয় না ৷ সবাই নির্দল হয়ে দাঁড়াতে চান ৷ গ্রামের মানুষ নিজেরাই ভোট দেন ৷ পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান ঠিক করেন ৷ তাঁরা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন ৷ আমরাও চাই এই ভাবেই গ্রাম তৈরি হবে ৷ উপত্যকায় পঞ্চায়েত স্তরে উন্নতি হবে ৷
রাহুল যোশী: কাশ্মীর নিয়ে সংবাদ মাধ্যম দু’ভাগ ৷দেশীয় মাধ্যম সরকারের পাশে
আর বিদেশিরা সমালোচনায় ৷ আটক এখনও অনেক নেতা ৷ আর কতদিন গৃহবন্দি থাকবেন ?
অমিত শাহ: কংগ্রেস এই ঘটনাকে ইস্যু করেছে ৷ ন্যাশনাল কনফারেন্স সমর্থন করেছে ৷ আমরা এ নিয়ে রাজনীতি করিনি ৷ কংগ্রেস শেখ আবদুল্লাকে জেলে রেখেছিল ৷ ১১ বছর তাঁকে জেলে রাখা হয়েছিল ৷ আমাদের এমন পরিকল্পনা নেই ৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা ৷
রাহুল যোশী: কাশ্মীর কবে পুরোপুরি শান্ত হবে ?
অমিত শাহ: এখনই বলা সম্ভব নয় ৷ পরিস্থিতি দেখে বলতে হবে ৷ আশা করছি খুব তাড়াতাড়ি ৷
রাহুল যোশী: উপত্যকায় লগ্নি কবে আসবে ?
অমিত শাহ: খুব তাড়াতাড়ি আসবে ৷ আমরা সেই চেষ্টা করছি ৷ বেশ কয়েকজন কথা বলেছেন ৷ তাঁরা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ৷
রাহুল যোশী: কিন্তু হামলা তো এখনও চলছে
অমিত শাহ: রোজ আর হচ্ছে না ৷ গত দু’মাসে মাত্র ৪টি হামলা ৷
রাহুল যোশী: আপনি বলছেন সংখ্যা কম...
অমিত শাহ: হ্যাঁ অনেক কম ৷
রাহুল যোশী: কাশ্মীরে কি অ-মুসলিম মুখ্যমন্ত্রী আসবেন ?
অমিত শাহ:কাশ্মীরের মানুষ নির্বাচন করবেন ৷ হিন্দু না মুসলিম বিষয় নয় ৷
রাহুল যোশী: কাশ্মীরে বিলোপ ৩৭০ নিয়ে তৈরি হয়েছে সাংবিধানিক বেঞ্চ
কী রায় আশা করছেন ?
অমিত শাহ:খসড়া বিলে আমার ভূমিকা ছিল ৷ আইনি ভাবে তা পাস করা হয়েছে ৷ যা আমি সবসময় বিশ্বাস করি ৷
রাহুল যোশী: এবার কিছু রাজনৈতিক প্রশ্ন ৷ বহুমুখী শাসন গণতন্ত্রে সফল নয় ৷ কয়েকদিন আগেই আপনি বলেছিলেন ৷ কী বলবেন আপনি এই ব্যাপারে ?
অমিত শাহ: আমি তা কিন্তু বলিনি ৷ আমি বলেছি ২০১৪ সালের আগে ৷ ১০ বছর ইউপিএ জমানার কথা বলেছি ৷ কারণ তাদের কাজে ভুল ছিল ৷ সাধারণ মানুষও প্রতিবাদ করে ৷ দু্র্নীতির পর দুর্নীতি হয়েছে ৷ পরিস্থিতি খারাপ হয়েছে ৷ অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৷
গণপিটুনি
রাহুল যোশী:গণপিটুনি ভারতীয় সংস্কৃতি নয় ৷ একথা বলছেন মোহন ভাগবত ৷ আপনি কী মনে করেন ?
অমিত শাহ: খুনের ধারা ৩০২, সবার জন্য প্রযোজ্য ৷ বিজেপি সরকার এই ব্যাপারে কড়া ৷ খুব দ্রুত চার্জশিট তৈরি করা হচ্ছে ৷ এখানে রাজনীতির জায়গা নেই ৷
রাহুল যোশী: নিশানায় সবসময় মুসলিম ও দলিত কেন ?
অমিত শাহ: এ ভাবে বিশ্লেষণ না করাই ভাল ৷ প্রতিবারই আক্রান্ত গরিব মানুষ ৷
রাহুল যোশী: কোনও আইন আসছে কি ?
অমিত শাহ: এরজন্য আইন আছে ৷ প্রয়োজন ঠিক ভাবে তদন্তের ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নজর রাখছে ৷
হিন্দি ভাষা
রাহুল যোশী:হিন্দি ভাষা নিয়ে আপনার মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে ৷এ ব্যাপারে আপনার কী মত ?
অমিত শাহ:দয়া করে আমার ভাষণ পুরোটা শুনবেন ৷আমি সব ভাষার উপর নজর দিতে বলেছিলাম ৷
রাহুল যোশী: ইংরেজির বদলে কি হিন্দি চান ?
অমিত শাহ: আমি আমাদের ভাষাকে গুরুত্ব দিতে চাই ৷ সেখানে আঞ্চলিক ভাষাও থাকতে পারে ৷ আমি নিজে অ-হিন্দি বলয়ের মানুষ ৷
রাহুল যোশী: শুনলাম আপনি হিন্দির উপর জোর দিচ্ছেন...
অমিত শাহ: হ্যাঁ ওটাও আমার দফতরের মধ্যে পড়ে ৷
রাহুল যোশী: তামিলভাষাকে প্রাচীন বলছেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে তামিল পোশাকেও দেখা গিয়েছে ৷ এ ভাবেই কি তামিল ভোট পেতে চান ?
অমিত শাহ: প্রধানমন্ত্রী সব সংস্কৃতিকে গুরুত্ব দেন ৷ এখানে রাজনীতি করা উচিত নয় ৷
রাহুল যোশী: এখানে আরএসএসের ভূমিকা নেই বলছেন...
অমিত শাহ: আমি আগে স্পষ্ট করেছি ৷ আমি সব ভাষাকেই গুরুত্ব দিতে চাই ৷
রাহুল যোশী:বিরোধীদের অভিযোগ রাজনৈতিক ভাবে কাজ করছে বিভিন্ন এজেন্সি ৷ প্রফুল পটেল, চিদম্বরম, শিবকুমারদের বিরুদ্ধে কাজ করছে ৷ কিন্তু বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে, আপনি কী বলবেন ?
অমিত শাহ: কিছু বিষয় স্পষ্ট করতে চাই ৷ ইউপিএ আমলে অনেক এফআইআর হয়েছে ৷ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তা করা হয়েছে ৷ কারণ কোনও ক্ষেত্রেই আর তদন্ত শেষ হয়নি ৷ আমাদের সময় এজেন্সি তাদের কাজ করছে ৷ এই কংগ্রেস নেতারা দুর্নীতির বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন ৷ আজ তাঁরাই নতুন করে নাটক করছেন ৷ মানতে হবে, সময় বদলেছে ৷ তাই সোনিয়া গান্ধির বিরুদ্ধে এফআইআর হয়েছে ৷ শেষ নির্বাচনের সময় তিনি জামিন পেয়েছিলেন ৷
রাহুল যোশী:চিদম্বরম যখন গ্রেফতার হন, তখন কি ভোট ছিল ?
অমিত শাহ: শিবকুমার যখন গ্রেফতার, তখন ভোট নেই ৷ এই এফআইআর ইউপিএ’র সময় করা হয়েছিল ৷ সেই তদন্তই এখন চলছে ৷ আমি সবাইকে বলব, কোনও তদন্ত চূড়ান্ত নয় ৷ সাংবিধানিক নিয়ম মেনে চ্যালেঞ্জ করা যেতে পারে ৷ সাহস থাকলে তাঁরা আদালতে যান ৷ আদালত তাঁদের কথা শুনছে না ৷ তাহলে কী ভাবে বলবেন এটা প্রতিহিংসা ৷
রাহুল যোশী: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন চিদম্বরম আপনার উপর চাপ এসেছিল ৷ এবার কী তাহলে পাল্টা চাপ ?
অমিত শাহ: সিবিআই আমার বিরুদ্ধে এফআইআর করে ৷ সিবিআই এখনও স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের নয় ৷ ফলে স্বরাষ্ট্রমন্ত্রক এর মধ্যে নেই ৷ আমার বিরুদ্ধে প্রমাণ নেই ৷ আদালত তা জানিয়েছে ৷ বুঝতেই পারছেন রাজনৈতিক হিংসা ৷ আমি নই সুপ্রিম কোর্ট বলেছে ৷
রাহুল যোশী: আপনি মানছে এজেন্সিকে ব্যবহার করা যায় ?
অমিত শাহ: এটা ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার ৷
রাহুল যোশী: আপনি কী ব্যবহার করেন ?
অমিত শাহ: না আমরা করি না ৷ আমরা এইসবে বিশ্বাসই করি না ৷
NRC
রাহুল যোশী: এনআরসির রোডম্যাপ কী হবে ?
অমিত শাহ: ২০২৪ সালের আগেই হবে ৷
রাহুল যোশী: গোটা দেশেই হবে...
অমিত শাহ:হ্যাঁ ৷
রাহুল যোশী: উদ্বাস্তুরা কোথায় যাবেন ?
অমিত শাহ: আইনি ভাবেই ব্যবস্থা নেওয়া হবে ৷ প্রয়োজনে রাষ্ট্রসংঘের সাহায্য নেওয়া হবে ৷
রাহুল যোশী: এ ভাবে সম্ভব বলে আপনি মনে করেন ? আমরা অসমে দেখেছি প্রক্রিয়ায় ভুল আছে ৷
অমিত শাহ: আমরা আবার খতিয়ে দেখব ৷
রাহুল যোশী: আপনি স্বীকার করছেন সমস্যা আছে ?
অমিত শাহ: প্রক্রিয়া চলছে, অনেক বড় বিষয় ৷ সময় নিয়ে ঠিক করতে হবে ৷
রাহুল যোশী:বাংলাতেও এনআরসি হবে ?
অমিত শাহ: এটা নির্বাচনী বিষয় ৷
রাহুল যোশী:এনআরসি কি আপনাদের সাফল্য ?
অমিত শাহ: বাকি অন্য সবের সঙ্গে তো বটেই ৷
রাহুল যোশী: ডিটেনশন ক্যাম্প কতদূর ?
অমিত শাহ:প্রক্রিয়া খতিয়ে দেখছে ট্রাইবুন্যাল ৷ সরকার পৃথক ভাবে দেখবে ৷ এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া ৷ যা সবে শুরু হয়েছে ৷
রাহুল যোশী:ডিটেনশন ক্যাম্পও কী এরমধ্যে...
অমিত শাহ: প্রক্রিয়া চলছে..
রাহুল যোশী:এ দেশে সবাই সুরক্ষিত মুসলিমরা ছাড়া, কিন্তু কেন ?
অমিত শাহ: আমি এমন কথা কখনও বলিনি ৷ আমি বলেছি তাদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ উদ্বাস্তুরা অনুপ্রবেশকারী নন ৷
রাহুল যোশী: আপনি মুসলিমদের কথা বলেননি
অমিত শাহ: কারণ আপনি মনে করেন তারা অনুপ্রবেশকারী ৷ আমি এমন কথা বলিনি ৷
রামমন্দির
রাহুল যোশী: রামমন্দিরের রায় নিয়ে আপনার কী প্রত্যাশা ?
অমিত শাহ: ১৯৫০ সাল থেকে মামলা চলছে ৷ অনেক সময় পেরিয়ে গিয়েছে ৷ আমার মনে হয়, রায় সবার জন্য সমান হবে ৷
রাহুল যোশী: রায় হিন্দুদের পক্ষে হলে রামমন্দির তৈরি হবে ?
অমিত শাহ: এখানে যদি-কিন্তুর কোনও জায়গা নেই ৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টি শুনেছেন ৷ রায় যাই হোক না, সবাই তা গ্রহণ করবে ৷
রাহুল যোশী: এই রায়ের পর কাশী এবং মথুরার ভবিষ্যৎ কী হবে ?
অমিত শাহ: আগাম আমার পক্ষে তা বলা সম্ভব নয় ৷ আইনি প্রক্রিয়ায় এই বিবাদ মিটতে পারে ৷ আমার মনে হয় সবপক্ষই তা মেনে নেবে ৷
দেশের অর্থনীতি
রাহুল যোশী: অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনার অবস্থান কী? সব সংস্থাই আর্থিক বৃদ্ধির হার কমিয়েছে ৷ কীভাবে অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব?
অমিত শাহ: এখন একটা দেশের অর্থনীতি বলে কিছু হয় না ৷ বিশ্ব অর্থনীতির প্রভাব ভারতের ওপর পড়ে ৷ বিশ্ব অর্থনীতিতেই মন্দা চলছে ৷ ভারতেও তার প্রভাব পড়ছে ৷ উন্নত দেশেরও বৃদ্ধির হার কম ৷ এর সঙ্গে ভারতের তুলনা হোক ৷ ভারতের আর্থিক অবস্থা মজবুত ৷ অর্থমন্ত্রী নিরন্তর চেষ্টা চালাচ্ছেন ৷ বর্ষা ভাল হওয়ায় উন্নত হচ্ছে ৷ কর ছাড়ের ঘোষণা হয়েছে ৷ খুব দ্রুত ইতিবাচক ফল আসবে ৷
রাহুল যোশী:কর্পোরট কর কমানোর ঘোষণা হয়েছে ৷ শিল্পমহল একে স্বাগত জানিয়েছে ৷ বাজারে চাহিদা কম বলে সমস্যা ৷ আয়করে ছাড় নিয়ে কেন্দ্রের কী ভাবনা?
অমিত শাহ: আয়কর নিয়ে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নেবেন ৷ ফেব্রুয়ারিতে বাজেট পেশ হবে ৷ এনিয়ে আমি মন্তব্য করতে পারি না ৷ কর্পোরেট কর কমানোর ফল মিলবে ৷ ভারতে লগ্নির পরিমাণ বাড়বে ৷
রাহুল যোশী:ভারতে লগ্নিতে উৎসাহ কমছে ৷ নীতি নিয়ে অনিশ্চয়তার অভিযোগ উঠছে ৷ এটা নিয়ে মতভেদ থাকতেই পারে ৷ আপনার এনিয়ে বক্তব্য কী?
অমিত শাহ: উনি তথ্য জেনে বলেছেন, মনে হয় না ৷ গত ৬ বছরে অনেক সংস্কার হয়েছে ৷ অনেক ক্ষেত্রেই নীতিপঙ্গুত্ব কেটেছে ৷ এনিয়ে অভিযোগ করার সুযোগ নেই ৷
রাহুল যোশী: রঘুরাম রাজনের অর্থনীতি নিয়ে অভিযোগ ৷ আপনি কি এই অভিযোগের সঙ্গে একমত?
অমিত শাহ: রঘুরাম রাজনের মত নিয়ে মন্তব্য নয় ৷ এনিয়ে বিতর্ক হোক চাই না ৷ নীতি তৈরি জনপ্রতিনিধিদের কাজ ৷
রাহুল যোশী: জিডিপি নিয়ে আমি আপনার সঙ্গে একমত ৷ তবে আর্থিক ক্ষেত্র নিয়ে প্রশ্ন থাকছেই ৷ মূলধনী বাজারে নগদের যোগান কম ৷ ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার কেলেঙ্কারি ধরা পড়ছে ৷ এই অবস্থা কীভাবে শুধরোবে?
অমিত শাহ: দেশ ১০ বছরের ইউপিএ শাসন দেখেছে ৷ তখন জিডিপির উপর গুরুত্ব দেওয়া হত ৷ অধিকাংশ ব্যাঙ্ক কেলেঙ্কারিও পুরোন ৷ এখন আর্থিক স্বচ্ছতা ফেরান হচ্ছে ৷ এনিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি ৷
রাহুল যোশী: মূলধনী বাজারে সংকট কাটবে বলছেন ৷ ব্যাঙ্ক গ্রাহকদের কী বার্তা দেবেন? তাদের সমস্যা মিটবে কি?
অমিত শাহ: অবশ্যই, খুব দ্রুত সমাধান হবে ৷
বীর সাভারকরকে ভারতরত্ন
রাহুল যোশী: বীর সাভারকর নিয়ে ভারতরত্নের দাবি ৷ এই দাবিতে বিতর্ক তৈরি হয়েছে ৷
অমিত শাহ: এনিয়ে আইন কী, আমার ধারণা নেই ৷ সাভারকর নিয়ে অামার অবস্থান স্পষ্ট ৷ তাঁর মতো দেশপ্রেমী বিরল ৷ তাঁর মতো আত্মত্যাগও বিরল ৷ জেলে তাঁকে অমানুষিক অত্যাচার ৷ এই নির্যাতন কাউকে সহ্য করতে হয়নি ৷ সাভারকর ভাইরা জেলে ছিলেন ৷ দেশে কোনও পরিবারে এই দৃষ্টান্ত নেই ৷ ব্রিটিশদের হাতে অত্যাচারিত পরিবার ৷ সাভারকরের দৃষ্টান্ত অনুপ্রেরণা হওয়া উচিত ৷
রাহুল যোশী:ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি ৷ এনিয়ে আপনার মত কী?
অমিত শাহ: হিন্দুরাষ্ট্রের সংজ্ঞা পরিবর্তন হওয়া দরকার ৷ প্রত্যেকের কাছে এই ধারণা আলাদা ৷ সংবিধান অনুযায়ী চলতে বদ্ধপরিকর ৷
রাহুল যোশী: ২২ অক্টোবর আপনার জন্মদিন ৷ আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা ৷ জন্মদিনে নিয়ে কোনও পরিকল্পনা?
অমিত শাহ: আমি সেলিব্রিটি নই ৷ এখন দেশের নানা প্রান্তে ঘুরছি ৷ জন্মদিনেও ব্যস্ত থাকব ৷
রাহুল যোশী: পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন?
অমিত শাহ: না, পরিবার এই মুহূর্তে আহমেদাবাদে ৷
রাহুল যোশী: আপনি দাবা সংস্থার শীর্ষকর্তা ছিলেনআপনি কি দাবার ভক্ত? দাবার স্কিল কি রাজনীতিতেও লাগান?
অমিত শাহ: ছোটবেলায় দাবা খেলেছি ৷ দাবার অন্য ক্ষেত্রেও জড়িত ছিলাম ৷
রাহুল যোশী: নিউজ18-র সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ ৷ শুভরাত্রি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ যেকোনও আইনি পরীক্ষায় একশোয় ১০০ পাবে, কাশ্মীর থেকে NRC, বাংলার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শাহের মন্তব্য
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement