দেশ পেরিয়ে বিদেশেও সরকার গড়বে বিজেপি, পরিকল্পনা রয়েছে অমিত শাহের! দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আগরতলায় দলের এক অনুষ্ঠানে বিপ্লব দেবের দাবি, দেশের বাইরেও ছড়িয়ে পড়ার পরিকল্পনা রয়েছে বিজেপি!
#আগরতলা: বরারই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এবারও ব্যতিক্রম হল না৷ বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করতে গিয়ে এমন কথা বলে ফললেন তিনি, যাতে রাতারাতি ফের একবার তাঁকে নিয়ে শুরু হল জোর আলোচনা৷ দেশ ছাড়িয়ে আন্তার্জাতিক স্তরে পৌঁছে যাবে তাঁর দল, দাবি করছেন বিপ্লব দেব৷ তিনি বলেন যে, দলের নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিকল্পনা অনুযায়ী এবার প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কায় শুরু হবে বিজেপির যাত্রা! যার মানে দাঁড়ায় দেশ ছাড়িয়ে এবার বিদেশের মঞ্চে অভিষেক ঘটাতে চলেছে ভারতীয় জনতা দল, এমনই দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী!
২০১৮-র ত্রিপুরা নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব৷ সেই সময়, অর্থাৎ ২০১৮-র ত্রিপুরার রাজ্য নির্বাচানের প্রস্তুতি চলাকালীন দলের এক আভ্যন্তরীন বৈঠকের আলোচনাকে তুলে ধরে এই দাবি করেন বিপ্লব দেব৷ তিনি বলেন যে, একটি গেস্টহাউজে বলে দলের অবস্থান নিয়ে আলোচনা চলছিল৷ বিজেপি উত্তরপূর্ব বলয়ের সভাপতি অজয় জমবাল জানান যে, বিপেজি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে৷ এরই পরিপ্রক্ষিতে অমিত শাহ বলেন যে শ্রীলঙ্কা এবং নেপালেও ছড়িয়ে পড়বে দল এবং সেখানেও সরকার গঠন করবেন তাঁরা৷ এই আলোচনার কথা তুলে ধরে বিপ্লবের এই দাবি!
advertisement
তিনি নিশ্চিত যে, আসন্ন বাংলার নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে সরকার গড়বে বিজেপি৷ অমিত শাহের নেতৃত্বে বিজেপি দল যেভাবে জাতীয় স্তর এবং দেশের মধ্যে নিজেদের ক্ষমতা বাড়িয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন বিপ্লব৷ বিজেপিকে বিশ্বের সর্ববৃহৎ দল বলে ঘোষণা করেছেন বিপ্লব৷
advertisement
advertisement
একই ভাবে কেরলে যেভাবে কংগ্রেস ও বামেদের মধ্যে ক্ষমতার লড়াই হয় এবং ৫ বছর অন্তর ক্ষমতায় ফেরে দুই দল, সেই হাওয়া বদলে দেবে বিজেপি৷ শুধু গো-বলয় বা উত্তর প্রান্ত নয়, দক্ষিণের রাজ্যগুলিতেও থাবা বসাবে বিজেপি, এমনই মত বিপ্লব দেবের৷
বিভ্রান্তকর মন্তব্য করে বেকায়দায় পড়েছেন বিপ্লব, পূর্বে এমন ঘটনা রয়েছে ভুরিভুরি৷ মহাভারতের সময় থেকে সোশ্যাল মিডিয়ার চল, এই মন্তব্য করে হাসির খোরাক হয়েছিলেন বিপ্লব৷ তবে তিনি নিজের জিভের উপর লাগাম টানেননি তিনি৷ নেপাল, শ্রীলঙ্কায় বিজেপির যাত্রা সম্ভবত তারই নতুন সংযোজন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2021 9:11 AM IST