ভ্যালেন্টাইনস ডের সেরা উপহার, স্বামীর কিডনিতে প্রাণ রক্ষা স্ত্রীর!

Last Updated:

স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে কিডনি দান স্বামীর! একেই বলে প্রেম

#আহমেদাবাদ: সার্থক প্রেম! স্ত্রীকে বাঁচাতে নিজের শরীর থেকে কিডনি দিলেন স্বামী৷ ভ্যালেন্টাইনস ডে-কে সাক্ষী রেখে হল অঙ্গদান৷ এভাবে এই বিশেষ দিন এবং ২৩ তম বিবাহবার্ষিকী উদযাপন হল৷ অটোইমিউনো কিডনি ডিজিজে (autoimmune disease) ভুগছিলেন রিতাবেন৷ গত ৩ বছর ধরে তিনি এই রোগের শিকার৷ রোগ প্রতিরোধ ক্ষমতা নেই শরীরে৷ ফলে কোনও কঠিন রোগের মোকাবিলা করা সম্ভব হয় না৷ এবং এই রোগের ফলে শরীরের কোনও না কোনও গুরুত্বপূর্ণ অঙ্গে খুবই ক্ষতি হয়৷ কখনও কখনও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে৷ রিতাবেনের ক্ষেত্রে কিডনিতে বাসা বেঁধেছে এই রোগ৷ গত ৩ বছর ধরে তাঁর চিকিৎসা চলছে৷ তবে সেভাবে উন্নতির কোনও লক্ষণ নজরে আসেনি চিকিৎসকদের৷
ফলে অস্ত্রোপচার ছাড়া কোনও উপায় ছিল না তাঁদের কাছে৷ চিকিৎসকরা জানান যে, এই প্রথম ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁরা অস্ত্রোপচার করবেন৷ ফলে তাঁরাও খুব উৎসাহিত৷ চিকিৎসকদের কথায় স্ত্রীকে নিজের একটা কিডনি দানের জন্য রাজি হয়ে যান রিতাবেনের স্বামী বিনোদ৷ "গত ৩ বছর ধরে স্ত্রীকে কষ্ট পেতে দেখছি৷ স্ত্রীর বয়স ৪৪ বছর৷ ও দীর্ঘায়ু হোক, আমি তাই চাই৷ সে জন্য নিজের একটা কিডনি দান করার সিদ্ধান্ত নিলাম৷ এর মাধ্যমে সমাজেও এক বার্তা দিতে চাই৷ সবাই যেন নিজের সঙ্গীকে সম্মান করেন এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ান৷"
advertisement
স্বামীর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্ত্রীও৷ তিনি বলেন যে এমন স্বামী থাকার ফলে তিনি মনে জোর পাচ্ছেন এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন৷ "আমার নিঃশ্বাস নিতে কষ্ট হত৷ আমার স্বামী জানান যে তিনি আমায় কিডনি দান করবেন৷ তাহলে আমরা দু’জনেই বাঁচব এবং একসঙ্গে সুখে সংসার করতে পারব৷ আমি আমার স্বামীর প্রতি খুবই কৃতজ্ঞ", বলছেন অসুস্থ রিতাবেন৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভ্যালেন্টাইনস ডের সেরা উপহার, স্বামীর কিডনিতে প্রাণ রক্ষা স্ত্রীর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement