Alcohol Prohibition: বৃহস্পতিবার থেকে বন্ধ ৫০০ মদের দোকান! এবার কি পুরোপুরি বন্ধ হওয়ার পথে মদ?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Alcohol Prohibition: তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) বুধবার একটি নির্দেশ দেয় যে রাজ্য-চালিত ৫০০ মদের দোকান ২২জুন থেকে বন্ধের জন্য সরকারি নোটিস (GO) কার্যকর করা হবে।
তামিলনাড়ু: বিহারের পর এবার তামিলনাড়ুতে বন্ধ হতে চলেছে মদ। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) বুধবার একটি নির্দেশ দেয় যে রাজ্য-চালিত ৫০০ মদের দোকান ২২জুন থেকে বন্ধের জন্য সরকারি নোটিস (GO) কার্যকর করা হবে।
সম্প্রতি, মন্ত্রী ভি সেনথিল বালাজি-কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে। এবং বর্তমানে হৃদরোগের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চলতি বছরের এপ্রিল মাসে বিধানসভায় ঘোষণা করেছিলেন মদ নিষেধাজ্ঞার কথা। ১২ এপ্রিল রাজ্য বিধানসভাতে তিনি ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে ৫,৩২৯টি খুচরো মদের আউটলেটের মধ্যে (৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত), ৫০০টি দোকান চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হবে।
advertisement
advertisement
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) পক্ষ থেকে জানানো হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নির্দেশে ২০ এপ্রিল, ২০২৩ তারিখে একটি সরকারি নির্দেশ জারি করা হয়েছিল। নির্দেশে ৫০০টি খুচরো মদের আউটলেট চিহ্নিত করা এবং সেগুলি বন্ধ করার কথা বলা হয়েছে।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) বিবৃতি অনুসারে, ‘সরকারি নির্দেশ বাস্তবায়নের জন্য, রাজ্য জুড়ে ৫০০টি খুচরা আউটলেট চিহ্নিত করার এবং ২২ জুন, ২০২৩ এরপর থেকে সেগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন রাজ্যে একটি মদের চেন চালায়। বিরোধী নেতা পাট্টালি মক্কাল কাচি (পিএমকে) এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং স্টেলিনকে রাজ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।
পিএমকে সভাপতি এবং রাজ্যসভার সাংসদ ডঃ আম্বুমণি রামদোস একটি ট্যুইট বার্তায় জানিয়েছেন ‘যদিও অনেকটা দেরি হল, তবুও এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা। মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ৫০০টি দোকান বন্ধ করে সেই যাত্রার সূচনা করা হল।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 7:46 PM IST