Anant Ambani-Radhika Merchant Wedding: নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত এবং রাধিকার মামেরু অনুষ্ঠানে আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মেতে উঠেছিল আম্বানি পরিবার। একটি ভিডিও-তে দেখা যায়, কন্যা ইশা আম্বানির শিশুকন্যাকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি।

নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত
নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একটি নতুন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। আর তাতে ধরা পড়েছে আম্বানি পরিবারের ভালবাসার বন্ধনের চিত্র। বুধবার সন্ধ্যায় অনন্ত এবং রাধিকার মামেরু অনুষ্ঠানে আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মেতে উঠেছিল আম্বানি পরিবার। ওই অনুষ্ঠানে স্ত্রী শ্লোকা মেহতা এবং ভগ্নিপতি তথা ইশা আম্বানির স্বামী আনন্দ পিরামলের মাঝে বসেছিলেন আকাশ আম্বানি।
পারিবারিক আনন্দের মুহূর্তে শ্যালক এবং ভগ্নিপতি জুটিকে দেখা গেল এক অন্য মেজাজে। তাঁদের মধ্যে যে অসাধারণ বন্ডিং, সেটা ধরা পড়ল ক্যামেরাতেও। আসলে আকাশ আর আনন্দ অজানা কিছু বিষয়ে কথা বলছিলেন। তারপরেই হাসি-আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাঁদের দু’জনকে। এদিকে একটি ভিডিও-তে দেখা যায়, কন্যা ইশা আম্বানির শিশুকন্যাকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি। আবার অনুষ্ঠানে গানের তালে পা মেলাতে দেখা গেল ইশার কন্যা সন্তানকে। আর সেই সময় একরত্তিকে উৎসাহ দিচ্ছিলেন কোকিলাবেন আম্বানি।
advertisement
advertisement
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও-য় দেখা গিয়েছে যে, মামেরু অনুষ্ঠানে প্রবেশ করছেন হবু বর-কনে। কমলা পোশাকে অপূর্ব দেখাচ্ছিল রাধিকাকে। আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে পোশাকে ট্যুইনিং করছিলেন অনন্ত। একটি উঁচু মঞ্চে চেপেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তাঁরা। আর অনন্ত-রাধিকার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁদের পরিবারকে।
advertisement
আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর। ইতিমধ্যেই অতিথিদের হাতে পৌঁছে গিয়েছে ‘সেভ দ্য ডেট’ আমন্ত্রণ পত্র। কার্ডটিতে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী লাল এবং সোনালি রঙ। তিন দিনব্যাপী অনুষ্ঠানের কিছু বিশদ তথ্য তাতে বর্ণনা করা হয়েছে।
advertisement
অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement