বিমানে কোনও সমস্যা ছিল না, সম্প্রতি রক্ষণাবেক্ষণও হয়, জানাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত বিমান সংস্থার মালিক
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Ajit Pawar Plane Crash Update: বুধবার মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী অজিত পওয়ারের। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়ে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় অজিত-সহ পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।
আবীর ঘোষাল, কলকাতা: বারামতীতে (মহারাষ্ট্র) চার্টার বিমানের ক্র্যাশ ল্যান্ডিং। অজিত পওয়ারের মৃত্যু। অত্যাধুনিক এই বিমানের দুর্ঘটনার কারণ নিয়ে শুরু ধন্দ। দিল্লির ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড (VSR Aviation নামে পরিচিত), যে সংস্থাটি দুর্ঘটনাগ্রস্ত বিমানটি পরিচালনা করত, তার পরিচালক এবং প্রধান মালিক বিজয় কুমার সিং অবশ্য এই প্রসঙ্গে জানালেন, ‘‘এটা পাইলটের সিদ্ধান্ত ছিল। তিনি ২৯ নম্বর রানওয়ে থেকে অবতরণের চেষ্টা করেন, এবং তারপর তিনি অবতরণের চেষ্টা বাতিল করেন, যার পরে তিনি আবার ১১ নম্বর রানওয়ে থেকে চেষ্টা করেন। পাইলটদের সঙ্গে আমারও কোনও যোগাযোগ নেই; তাঁরা আর বেঁচেও নেই। এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। আমরা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত। আমরা প্রথমে সেই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পাইলট রানওয়ে দেখতে পাচ্ছিলেন না… তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন, ১৬,০০০ ঘণ্টারও বেশি অভিজ্ঞতা ছিল তার। সহ-পাইলটেরও ১৫০০ ঘণ্টার অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। তিনি সাহারা, জেটলাইট, জেট এয়ারওয়েজের সঙ্গে কাজ করেছেন এবং এই ধরনের বিমানেও তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন… বিমানটি খুব ভালভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। বিমানে কোনও সমস্যা ছিল না, আমাদের জানা মতে বিমানে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল না… আমার গভীর সমবেদনা। ক্যাপ্টেন সুমিত কাপুর আমার খুব ভাল বন্ধু ছিলেন। তিনি আমার ভাইয়ের মতো ছিলেন। তাঁর ছেলেও আমাদের সঙ্গে পাইলট হিসেবে কাজ করে। ক্যাপ্টেন শম্ভবী পাঠক আমার মেয়ের মতো ছিলেন। ওঁরা দু’জনেই অত্যন্ত ভাল মানুষ এবং অত্যন্ত ভাল পাইলট ছিলেন…৷’’
advertisement
advertisement
এর আগেও এই সংস্থার বিমান মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনায় পড়েছিল। ২০২৩ সালের বিমান দুর্ঘটনার ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘‘২০২৩ সালে যা ঘটেছিল তা মুম্বই বিমানবন্দরে হয়েছিল। তখনও বৃষ্টি হচ্ছিল এবং দৃশ্যমানতা কম ছিল। অবতরণের পর পাইলট রানওয়ে থেকে ছিটকে যান। তাই সেই ঘটনাটি ছিল অন্যরকম।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 9:45 AM IST










