নাক বরাবর আছড়ে পড়ল...তারপরেই বিস্ফোরণ!প্রকাশ্যে অজিত পওয়ারের প্লেন ক্র্যাশের CCTV ফুটেজ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আর সেই দুর্ঘটনার ফুটেজ সামনে এসেছে। পথের ধারের একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অজিত পওয়ারের বিমানটি অবতরণের সময় হঠাৎ নীচের দিকে নামতে শুরু করে। দ্রুত নামার পরে মুহূর্তেই তা মাটিতে আছড়ে পড়ে।
বারামতী: বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। বারামতীর টেবিলটপ রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে অজিত পওয়ারের চার্টাড বিমান। দলীয় নির্বাচনের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন তিনি। আর সেই রানওয়েতে নামার সময়েই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। আগুন লেগে যায় গোটা বিমানে। আর সেই দুর্ঘটনার ফুটেজ সামনে এসেছে। পথের ধারের একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অজিত পওয়ারের বিমানটি অবতরণের সময় হঠাৎ নীচের দিকে নামতে শুরু করে। দ্রুত নামার পরে মুহূর্তেই তা মাটিতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
VIDEO | CCTV footage shows the crash of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar’s chartered aircraft at Baramati Airport.
(Source: Third Party) pic.twitter.com/3yNoX6PGOI
— Press Trust of India (@PTI_News) January 28, 2026
advertisement
এই দুর্ঘটনার জেরে ৬৬ বছর বয়সী অজিত পওয়ার এবং ওই বিমানে থাকা চার জন প্রাণ হারিয়েছেন। পুনের কাছে বারামতীতে বুধবার সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।
advertisement
বুধবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বই থেকে বারামতীর উদ্দেশে এক ঘণ্টা আগে রওনা দিয়েছিল তাঁদের বিমানটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 2:06 PM IST










