বাংলার ১০ বিজেপি নেতাকে ছাপিয়ে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন দোভাল-পুত্র

Last Updated:
#নয়াদিল্লি: ‘জেড’ ক্যাটগরির নিরাপত্তা পেতে চলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ছেলে সৌর্য দোভাল ৷ মঙ্গলবার সরকারিভাবে এই তথ্যটি প্রকাশ্যে এসেছে ৷
এছাড়াও বাংলার আরও ১০ জন নেতাও এই সর্বোচ্চ নিরাপত্তা পেতে চলেছেন ৷ যারা ১৯-র নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন ৷ সুদূর দিল্লি থেকেই এসেছে এই নির্দেশ ৷ স্বল্প কিছুদিনের জন্য তাঁরা এই নিরাপত্তা পাবেন বলে জানা গিয়েছে ৷
কিছুদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য ৷ রিপোর্টে জানানো হয়েছিল, সৌর্য একেবারেই নিরাপদে নেই ৷ যেকোনও মুহূর্তে হামলা হতে পারে তার উপর ৷ এরপরই নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা হয় ৷ ১৫ থেকে ১৬ জন কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঘিরে থাকবে সবসময়ই ৷ জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর ৷
advertisement
advertisement
অন্যদিকে, বাংলার বিজেপি নেতাদের মধ্যে অনুপম হাজরা এবং অর্জুন সিংকেও বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ ওয়াই প্লাস সিক্যুরিটি দেওয়া হচ্ছে তাঁদের ৷ বলে রাখা ভাল, লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগেই ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তাঁরা ৷ এছাড়া ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার অধীনে রয়েছেন এস এস আলুওয়ালিয়া, নিশীথ প্রামাণিক-সহ আরও বেশ কয়েকজনকে ৷ তাদেরকে ঘিরে থাকবে ৫ থেকে ৬ জন সশস্ত্র বাহিনী ৷ এছাড়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে শান্তনু ঠাকুরকে ৷ দুলাল চন্দ্র বর এবং খগেন মুর্মু-কে এক্স ক্যাটগরির নিরাপত্তা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
নির্বাচন চলাকালীন সন্ত্রাসের জেরেই কি এই সিদ্ধান্ত নিল কেন্দ্র ? প্রশ্নটা উঠছেই ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলার ১০ বিজেপি নেতাকে ছাপিয়ে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন দোভাল-পুত্র
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement