Aishwarya Rai touches PM Modi's Feet: মঞ্চে উঠেই সটান প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম ঐশ্বর্য রাই বচ্চনের, নায়িকাকে আশীর্বাদ করলেন মোদি, ভাইরাল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
তেলেঙ্গনা: বুধবার অন্ধ্রপ্রদেশে প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। তবে সকলের নজর ছিল সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের দিকে। ঐশ্বর্য এমন কিছু করেন যা ভক্তদের মন জয় করে এবং এতে তাঁকে প্রশংসা করা হয়। মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিতে তিনি তাঁর পা ছুঁয়েছিলেন, একই সঙ্গে নিজের বক্তৃতায় সকলকে মোহিত করেছিলেন।
এই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে ঐশ্বর্য রাই বচ্চন মঞ্চে উঠে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে হেঁটে যান। এরপর তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
VIDEO | Puttaparthi, Andhra Pradesh: Actor Aishwarya Rai Bachchan touches feet of PM Modi during the birth centenary celebrations of Sri Sathya Sai Baba.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/bciaDVyAlu
— Press Trust of India (@PTI_News) November 19, 2025
advertisement
advertisement
ধর্ম, বর্ণ এবং প্রেম নিয়ে ঐশ্বর্য রাই বচ্চনের বক্তৃতা মন জয় করেছে। ঐশ্বর্য জাতপাত ও ধর্মের উপর একটি শক্তিশালী বক্তৃতা দেন যা শুনে সকলে সাধুবাদ জানান। ঐশ্বর্য বলেন, “শুধুমাত্র একটি জাত আছে, মানবতার জাত। শুধুমাত্র একটি ধর্ম আছে, ভালবাসার ধর্ম। শুধুমাত্র একটি ভাষা আছে, হৃদয়ের ভাষা। এবং শুধুমাত্র একজন ঈশ্বর আছেন, এবং তিনি সর্বব্যাপী।”
advertisement
ঐশ্বর্য মানবতা ও ভালবাসার গুরুত্ব সম্পর্কেও কথা বলেন, সকলকে বৈষম্যের ঊর্ধ্বে উঠে দাঁড়াতে উৎসাহিত করেন। তাঁর বার্তা সকল মানুষের মধ্যে ঐক্য এবং বোঝাপড়া বৃদ্ধির উপর কেন্দ্রীভূত ছিল। সকলেই ঐশ্বর্য বক্তৃতা মনোযোগ সহকারে শুনেছিলেন, যা তাকে বিস্মিত করে তুলেছিল। তার বক্তৃতায় ঐশ্বরিয়া রাই প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান এবং আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবা সম্পর্কেও কথা বলেন।
advertisement
#WATCH | Puttaparthi, Andhra Pradesh: Actress and Miss World 1994, Aishwarya Rai Bachchan, says, “There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart, and there is only one God,… pic.twitter.com/uT7qKV7guN
— ANI (@ANI) November 19, 2025
advertisement
জানা যায় যে ঐশ্বর্য রাই সত্য সাই বাবার ভক্ত ছিলেন। তাঁর বাবা-মাও সত্য সাই বাবার ভক্ত ছিলেন। ঐশ্বর্য সত্য সাই বাবার স্কুলেও পড়াশোনা করেছিলেন, যেখানে তিনি শিশু বিকাশের ছাত্রী হিসেবে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া, ১৯৯৪ সালে যখন তিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন, তখন তিনি সত্য সাই বাবার আশীর্বাদ নিতে গিয়েছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2025 5:54 PM IST

